ইরানের তেহরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আজ শুক্রবার তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। আর আগে থেকেই এ দেশের ব্যাপক হামলার শিকার হচ্ছে হামাস।
বিবিসি এক প্রতিবেদন জানিয়েছে, ফিলিস্তিনি গোষ্ঠীটি বিশ্বকে ‘ইসরায়েলকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ অবস্থান’ গ্রহণ এবং দেশটির ‘অপরাধ বন্ধ করার’ আহ্বান জানিয়েছে।
টেলিগ্রামে হামাসের এক একটি বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের আগ্রাসন বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিষয়টি এই অঞ্চলকে অস্থিতিশীল করার হুমকি দেয়। এ অঞ্চলকে প্রকাশ্য সংঘর্ষে টেনে আনার জন্য চরমপন্থী নেতানিয়াহু সরকারের জেদের প্রতিফলন ঘটায় তেহরানের হামলা।
হামাস তেহরানে হামলাকে ‘একটি নৃশংস আগ্রাসন যা আন্তর্জাতিক নিয়ম ও কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। একই সঙ্গে বলেছে, ইসরায়েল সমগ্র অঞ্চলের অস্তিত্বের জন্য হুমকি।
হামাস ইরানের প্রতি পূর্ণ সমর্থণ প্রকাশ করে সিনিয়র কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদের মৃত্যুর জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছে।
প্রতিবেদন বলছে, শুক্রবার ভোররাত ৩টার দিকে হামলা হয় তেহরানে। ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরে হামলা হয়েছে। হামলা হয়েছে নাতানজ পারমাণবিক স্থাপনায়।
এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে নিহতের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়েছে।