সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইরান-ইসরায়েল, নিহত বেড়ে ৮০

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৪:৫৪ পিএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির দিকে এগোচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের প্রাণহানির সংখ্যা লাফিয়ে বাড়ছে। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৬২ জন। এদিকে, ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে। আহত হয়েছেন আরও ৩০০ জনের বেশি।

শনিবার মধ্যরাত থেকে নতুন করে বিমান হামলা শুরু করে ইসরায়েল। তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলার তথ্য মিলেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে। ইসফাহানে ইসরায়েলি ড্রোন হামলা প্রতিহত করতে সক্রিয় হয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তেহরানসহ বিভিন্ন অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ইউনিট মোতায়েন করে রাখা হয়েছে। বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে আয়াতুল্লাহ খামেনির বাসভবন ও প্রেসিডেন্ট কার্যালয়ের আশপাশে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও দেশটির প্রেসিডেন্টকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছে ইসরায়েল।

ইরানের তরফে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘নিঃসন্দেহে তাদের (ইসরায়েল) জীবন তিক্ত হয়ে উঠবে। যদি তারা মনে করে এই আঘাতেই সব শেষ—তাহলে সাফ জানিয়ে দিচ্ছি, তারা যে যুদ্ধ শুরু করেছে তা শেষ করবে ইরান। তাদের অক্ষত রাখা হবে না।’

ইসরায়েল দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া ৩টি ড্রোন তারা ভূপাতিত করেছে। দেশটির উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র সতর্কতার সাইরেন বাজতে শোনা গেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। এর মধ্যেই ইরান হুঁশিয়ার করে বলেছে, কেউ ইসরায়েলের পক্ষে এই হামলায় বাধা দিলে, সেই দেশের ঘাঁটিকেই তারা হামলার লক্ষ্য বানাবে।

এদিকে, নিরাপত্তা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ রেখেছে ইসরায়েল। একইসঙ্গে ইসরায়েলি ও ইহুদি নাগরিকদের প্রকাশ্যে ইসরায়েল-সংশ্লিষ্ট প্রতীক না প্রদর্শনের পরামর্শ দিয়েছে তেল আবিব।

তীব্র এই সামরিক উত্তেজনায় গোটা মধ্যপ্রাচ্যজুড়ে বাড়ছে যুদ্ধের শঙ্কা। আন্তর্জাতিক মহল শান্তি ও কূটনীতির পথে ফেরার আহ্বান জানালেও, দুই পক্ষেরই অবস্থান আপাতত আগ্রাসী।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৫ জুন ২০২৫, ১৭:০৮
ইসরায়েলের সমালোচনা করায় এবার ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘ প্রতিনিধির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেন...
লেবাননের দক্ষিণাঞ্চলে কয়েকটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে ইসরায়েল। অভিযানে হিজবুল্লাহর অবকাঠামো ও অস্ত্র মজুদের ডিপো ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় একদিনে অন্তত ৭৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন ত্রাণ আনতে গিয়ে প্রাণ হারান। অন্যদিকে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে ১০ জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস।...
ভারতের গুজরাটে সেতুর একটি অংশ ধসে অন্তত ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় মহিসাগর নদীতে পড়ে যায় ৪টি গাড়ি। আজ বুধবার সকালে ভদোদরা জেলায় এ ঘটনায় ৩ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরকারি চাকরি আইন অনুযায়ী ২৫ বছরের চাকরিজীবন পূর্ণ হওয়ায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার  রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক...
ভারতের মুম্বাইয়ে হিন্দি সিনেমা ‘মালিক’–এর সংবাদ সম্মেলনে গিয়ে ভাষা নিয়ে বিতর্কে জড়ালেন জনপ্রিয় বাঙালি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের পত্রিকা সংবাদ প্রতিদিন-এর...
রান হবে কীভাবে! টি-টোয়েন্টিসুলভ ব্যাটিংই করতে পারল না বাংলাদেশ! ইনিংসে যে সাত ব্যাটসম্যান ক্রিজে নেমেছেন, তাঁদের মধ্যে শুধু ওপেনার পারভেজ হোসেন ইমন (২২ বলে ৩৮) আর শেষদিকে শামিম পাটওয়ারিরই (৫ বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.