ইসরায়েল–ইরান তীব্র সংঘাতের মধ্যে দক্ষিণ গাজায় হামলা চালানো হয়েছে। এতে একজন ইসরায়েলি সেনা নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী এ খবর নিশ্চিত করেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী নিহত সেনাকে ইসরায়েলের গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের ২০ বছর বয়সী সার্জেন্ট হিসেবে শনাক্ত করেছে। গুরুতর আহত তিন সেনাও ওই একই ইউনিটের সদস্য। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার দক্ষিণ গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ওই নিহত সেনাও গোলানি ব্রিগেডের ছিলেন। তিনি গোলানি ব্রিগেডের ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের ২৮ বছর বয়সী একজন ক্যাপ্টেন ছিলেন।
গত ১৩ জুন ভোররাত ৩টার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি পক্ষে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রসহ ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। ওই হামলা এখনো অব্যাহত রয়েছে। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও।
পঞ্চম দিনে গড়াল ইসরায়েল–ইরান সংঘাত। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ২২৪ জন নিহত হয়েছে। আর ইসরায়েলে ইরানের হামলায় নিহত হয়েছে অন্তত ২৪ জন।