ইরানের আকাশসীমা স্থানীয় সময় বেলা দুইটা পর্যন্ত বন্ধ থাকবে। দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
আইআরএএর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া আকাশসীমা বন্ধ থাকবে। কর্তৃপক্ষ নাগরিকদের বিমানবন্দরে না যেতে আহ্বান জানিয়েছে। এর বদলে সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশনের ওয়েবসাইট থেকে তথ্য জানতে বলা হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বাসিন্দাদের অবিলম্বে শহরটি খালি করার আহ্বান জানিয়েছেন।
ধারণা করা হচ্ছে, ইসরায়েল তেহরানে বড় পরিসরের হামলা চালাতে পারে। সম্ভাব্য হামলার আশঙ্কায় তেহরানে সক্রিয় করা হয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। তেহরান জানিয়েছে, হামলা অব্যাহত থাকবে এবং তা আরও বিস্তৃত আকারে চালানো হতে পারে।
গত ১৩ জুন ভোররাত ৩টার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি পক্ষে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রসহ ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। ওই হামলা এখনো অব্যাহত রয়েছে। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও।
পঞ্চম দিনে গড়াল ইসরায়েল–ইরান সংঘাত। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ২২৪ জন নিহত হয়েছে। আর ইসরায়েলে ইরানের হামলায় নিহত হয়েছে অন্তত ২৪ জন।