ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার খোরামাবাদ শহরে ইসরায়েলি হামলায় তাঁদের মৃত্যু হয়। ইরানের গণমাধ্যমগুলোকে এ তথ্য জানিয়েছে ইরানি বিপ্লবী গার্ড।
ইরানি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে একই খবর প্রচার করেছে বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। তবে কোনো গণমাধ্যমের খবরেই নিহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। এই বিপ্লবী গার্ড সদস্যদের নিহতের ব্যাপারে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি।
এ দিকে আজ সকালে তেহরানের দক্ষিণাঞ্চলে কোম শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১৬ বছর বয়সী এক কিশোরের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, ইরানের কুদস ফোর্সের অধীন ফিলিস্তিনি কর্পসের কমান্ডার সাঈদ ইজাদি-কে ইসরায়েল কুম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের নৌবাহিনী দক্ষিণ লেবাননের নাকোরা শহরের কাছে হিজবুল্লাহর একটি ‘অবকাঠামোগত স্থানে’ হামলা চালিয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহর রাদওয়ান বাহিনী ‘ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর জন্য’ এই স্থানটি ব্যবহার করছে।
গত ১৩ জুন ভোররাতে বিনা উসকানিতে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি পক্ষে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রসহ ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে।
ওই হামলা এখনো অব্যাহত রয়েছে। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। আজ নবম দিনে গড়াল ইসরায়েল–ইরান সংঘাত। সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ইরানে অন্তত ৬৩৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন-ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস। ইসরায়েলে নিহতের সংখ্যা ২৪।