গত এক সপ্তাহে ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি প্রায় ৫০০ ড্রোন ছুড়েছে ইরান। এর মধ্যে গতকাল শুক্রবার রাতভর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ছোড়া হয়েছে অন্তত ৪০টি ড্রোন। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শুক্রবার রাতভর ইসরায়েলে অন্তত ৪০টি ড্রোন ছুড়েছে ইরানের সামরিক বাহিনী। গত ১৩ জুন থেকে এ পর্যন্ত বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া ৪৭০টির বেশি ড্রোন ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করে। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আমরা অধিকাংশ ধ্বংস করতে পেরেছি।’
অধিকাংশ ড্রোন ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহান থেকে ছোড়া হয়েছিল বলেও উল্লেখ করা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে।
ইসরায়েলি কয়েকটি সংবাদমাধ্যম বলছে, সেখানকার বিভিন্ন এলাকায় হামলা হয়েছে। সবচেয়ে বেশি হামলা হয়েছে হাইফা ও বীরশেবা এলাকায়। এর বাইরে জেরুজালেমেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
এদিকে ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে গত আট দিনে ইরানে অন্তত ৪৩০ জন নিহতের খবর জানানো হয়েছে। আহত হয়েছেন সাড়ে ৩ হাজার মানুষ। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে হতাহতের এই তথ্য নিশ্চিত করা হয়েছে।