ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আলাপ করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ সোমবার দুজনের মধ্যে আলোচনা শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আলোচনা চলছে। তবে এর আগে এই আলোচনা নিয়ে দুজনেই মন্তব্য করেছেন। তাতে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া যাওয়ায় তিনি অনেক খুশি হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইউরোপের নেতাদের সঙ্গে আলাপের পর রাশিয়া গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর সঙ্গে আলাপের ব্যাপারে রুশ সরকারি টিভিতে এক মন্তব্যে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ বিনা উসকানিতে আগ্রাসনের কোনো ভিত্তি নেই এবং কোনো যুক্তি নেই।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে উদ্দেশ্য করে এ সময় পুতিন আরও বলেন, ‘আজ মস্কোতে আপনি এসেছেন, আমি খুবই আনন্দিত। আপনি আসার কারণে আমাদের এই কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনা করার এবং আজকের পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসা যায়–তা একসাথে চিন্তা করার সুযোগ হলো।’
ইরান ও রাশিয়া ঘনিষ্ঠ মিত্র বলে এই সময় উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, আমেরিকা ও ইসরায়েল ইরানে যে হামলা চালিয়েছে, তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
এর আগে চলতি বছরের শুরুতে ইরান ও রাশিয়ার প্রেসিডেন্ট তাদের দুই দেশের মধ্যে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন। কিন্তু এটি কোনো সামরিক জোট নয় এবং এই চুক্তির আওতায় রাশিয়া তেহরানের প্রতিরক্ষায় আসতে বাধ্যও নয়।