মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। স্থানীয় সোমবার ‘ট্রুথ সোশ্যাল’ নামক সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে ইরান জানিয়েছে, এখনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যদি ইসরায়েল তাদের অবৈধ সামরিক আগ্রাসন বন্ধ করে, তবে তেহরানও প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকবে। তবে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বন্ধের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।
ট্রাম্প তাঁর পোস্টে উল্লেখ করেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে উভয় পক্ষ সংঘর্ষ বন্ধ করবে এবং ২৪ ঘণ্টার মধ্যে পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হবে।
এদিকে রয়টার্স জানিয়েছে, সোমবার কাতারের আমিরকে ফোন করে ট্রাম্প জানান যে, ইসরায়েল ইতোমধ্যেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তিনি দোহাকে অনুরোধ করেন যাতে তেহরানকেও রাজি করানো হয়। এরপর কাতারের প্রধানমন্ত্রী ইরানি কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপের মাধ্যমে মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতিতে তেহরানের সম্মতি নিশ্চিত করেন।
তবে ট্রাম্পের ঘোষণার পরও ইরানে হামলার খবর পাওয়া গেছে।