ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে তিন ব্যক্তিকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ বুধবার দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান এ তথ্য জানিয়েছে।
মিজানের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুধু তথ্য পাচারই নয়, অভিযুক্তরা ইরানে হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে বিভিন্ন সরঞ্জাম পাচারের চেষ্টাও করেছিলেন।
ফাঁসি দিয়ে যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তারা হলেন—ইদ্রিস আলী, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল। এই তিন ব্যক্তির বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে সহযোগিতামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয়েছিল এবং সেই মামলায় তারা দোষী সাব্যস্ত হন।
ইরানের বিচার এক বিবৃতিতে বলেছে, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল নামের তিন ব্যক্তি হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে দেশটির ভেতরে সরঞ্জাম ঢোকানোর চেষ্টা চালিয়েছিলেন। জায়নবাদী শাসককে (ইসরায়েল) সহযোগিতা করার অভিযোগে তাদের গ্রেপ্তার করে বিচার করা হয়।
আজ সকালে তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃদ্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এ দিকে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর নিউজ জানিয়েছে, সাম্প্রতিক ১২ দিনের সংঘাত চলাকালে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও ৭০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান।
তেহরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে ইসরায়েল বিভিন্নভাবে গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে।