সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

গাজায় ইসরায়েলের হামলায় ৫৬ ফিলিস্তিনি নিহত

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৭:৪৯ পিএম

গাজায় ইসরায়েলের সেনাবাহিনীর হামলায় ৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে খাদ্য সহায়তা নিতে আসা ৯ জন রয়েছে, যাদের ম্যধে তিনজন শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, আজ শনিবার গাজায় ইসরায়েলের সেনাবাহিনী বোমা হামলা চালিয়ে ৫৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদের মধ্যে অন্তত ৯ জন রাফাহের উত্তরে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) সহায়তা কেন্দ্রের কাছে নিহত হয়েছেন, যার মধ্যে তিন শিশুও রয়েছে। তারা খাদ্য সহায়তা নিতে গিয়েছিল।

জিএইচএফ বিতরণ কেন্দ্রগুলোতে ইসরায়েলি হামলায় অন্তত ৭৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খাবার ও হাসপাতালে সেবা নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ করে হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনারা।

এদিকে হামাস জানিয়েছে, তারা ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের আলোচনা শুরু করতে প্রস্তুত। এর ফলে গাজার জন্য অত্যন্ত প্রয়োজনীয় সাহায্য পাওয়া যাবে। হামাসের মিত্র ইসলামিক জিহাদ বলেছে, তারা ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির আলোচনার পরিকল্পনাকে সমর্থন করে। তবে এই প্রক্রিয়া স্থায়ী যুদ্ধবিরতির দিকে পরিচালিত করার ‘নিশ্চয়তা’ দাবি করেছে তারা।

এর আগে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের যান। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য জোর দেন। এ ছাড়া আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি আশাবাদ ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি বাস্তবায়নে অবিলম্বে আলোচনায় বসতে প্রস্তুত, হামাসের এমন মন্তব্যের পর এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৭ হাজার ৩৩৮ জন নিহত এবং ১ লাখ ৩৫ হাজার ৯৫৭ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের ইসরায়েলে হামাসের হামলায় অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি নাগরিককে বন্দী করা হয়।

ইসরায়েলের সমালোচনা করায় এবার ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘ প্রতিনিধির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেন...
লেবাননের দক্ষিণাঞ্চলে কয়েকটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে ইসরায়েল। অভিযানে হিজবুল্লাহর অবকাঠামো ও অস্ত্র মজুদের ডিপো ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় একদিনে অন্তত ৭৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন ত্রাণ আনতে গিয়ে প্রাণ হারান। অন্যদিকে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে ১০ জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস।...
ব্রাজিলের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক চিঠিতে বিষয়টি জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদেন এ তথ্য...
চীন ও কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে, তারা দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধানে তাদের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও...
সরকারি চাকরি আইন অনুযায়ী ২৫ বছরের চাকরিজীবন পূর্ণ হওয়ায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার  রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.