তাঁকে কারাগারে রেখেই অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন। তাতে প্রধানমন্ত্রীর মসনদে বসেন তাঁর পর ক্ষমতা গ্রহণ করা শাহবাজ শরিফ। এবার তাই পাকিস্তান রাজনীতির মূল ‘ক্রীড়নক’ দেশটির সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সমঝোতা করতে চাইছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। এবার তিনি জানালেন, সেনাপ্রধানের কাছে লিখবেন চিঠি।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, পাকিস্তানের বর্তমান সংকটে জর্জরিত রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আসিম মুনিরকে চিঠি লিখতে চান ইমরান খান। সোমবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় ইমরান খান বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের কাছে একটি চিঠি লিখব।’
সম্প্রতি তাঁর দলের সঙ্গে সেনাবাহিনীর বিস্তর দূরত্ব কমাতে কাজ করার জন্য দেশটির সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভিকে দায়িত্ব দেন ইমরান খান। এর মধ্যেই এবার সেনাপ্রধানের কাছে চিঠি লেখার কথা জানালেন তিনি।
গত মাসে স্ত্রীকে খাবারের সঙ্গে টয়লেট ক্লিনার মিশিয়ে খাওয়ানো হয়েছে বলে অভিযোগ তুলেন ইমরান খান। তিনি জানিয়েছেন, টয়লেট ক্লিনার মেশানো ওই খাবার খেয়ে তাঁর স্ত্রী বুশরা বিবি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর পেটে সংক্রমণ হয়েছে ওই খাবারের কারণে। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে জেল থেকেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হুঁশিয়ারি দিয়েছিলেন ইমরান। স্ত্রীকে গ্রেপ্তার করার খবর পেয়ে ইমরান জানিয়েছিলেন, স্ত্রীর কিছু হলে তিনি কাউকে ছেড়ে দেবেন না। একাধিক মামলায় অভিযুক্ত ইমরান বর্তমানে পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দী।
স্ত্রীর গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে ইমরান বলেছিলেন, ‘সেনাপ্রধান আসিম মুনির আমার স্ত্রীকে আটক করায় সরাসরি যুক্ত। যদি আমার স্ত্রীর কিছু হয়, আমি আসিম মুনিরকে ছেড়ে দেব না। যত দিন বেঁচে থাকব আসিম মুনিরকে ছাড়ব না। উনি যা যা অসাংবিধানিক এবং অবৈধ পদক্ষেপ নিয়েছেন, সব ফাঁস করে দেব।’