সেকশন

শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
Independent Television
 

আরও এক মামলায় জামিন পেলেন ইমরান খান

আপডেট : ১৫ মে ২০২৪, ০৮:৩৪ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান ইমরান খান জমি সংক্রান্ত দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন। বুধবার ইসলামাবাদ হাইকোর্ট এ জামিন দেন। তবে, এ মামলায় জামিন পেলেও এখনি মুক্তি মিলছে না ইমরান খানের। অন্য দুই মামলায় তাকে জেলেই থাকতে হচ্ছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা।

২০১৮-২২ সাল প্রধানমন্ত্রীত্ব থাকাকালে অবৈধ সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে ইমরান খান ও তাঁর স্ত্রী একটি রিয়েল স্টেট ডেভোলপার কোম্পানির কাছ থেকে একটি জমি উপহার নেওয়ায় অভিযোগ গঠন করা হয়। তবে, এ বিষয়ে তিনি গত সপ্তাহে অস্বীকার করেন এবং ইসলামাবাদ হাইকোর্টে জামিন আবেদন করেন। 

তাঁর দলের আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা জামিনের বিষয়টি নিশ্চিত করে এক্সে বলেন, ‘ইমরান খান এখনো দুই মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে রয়েছেন। এর মধ্যে একটি রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘন এবং অপরটি হলো ইসলামিক বিবাহ আইন লঙ্ঘন।’

বুধবার যে মামলায় ইমরান খানকে জামিন দেওয়া হয় সেটি আল-কাদির ট্রাস্টের সাথে জড়িত, ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে তাঁর স্ত্রীসহ এ বেসরকারী কল্যাণ সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন।

প্রসিকিউটররা বলছেন, ট্রাস্টটি সাবেক প্রধানমন্ত্রী একটি রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে ঘুষ হিসাবে ওই জমি নিয়েছিল। ইসলামাবাদের কাছে ওই জমির পরিমাণ প্রায় ৬০ একর এবং রাজধানীতে ইমরান খানের প্রাসাদের কাছে আরেকটি বড় প্লট রয়েছে।

জামিনের পরে ইমরান খানের মিডিয়া দলের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, যে জমিটি ব্যক্তিগত লাভের জন্য ওই জমি ইমরান খান নেয়নি। তিনি ওই জমিতে একটি ‘ধর্মীয় ও বৈজ্ঞানিক’ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে চেয়েছিলেন। 

২০২২ সালের এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ইমরান খান। এরপর থেকেই একের পর এক সংকটে পড়ছেন ৭১ বছর বয়সী এই রাজনীতিবিদ। গত বছরের আগস্ট থেকে জেলখানায় রয়েছেন তিনি। মোট চারটি মামলায় অভিযুক্ত তিনি। তবে, এর মধ্যে দুই মামলার কারাদণ্ড বাতিল করা হয়েছে। 

ক্ষমতায় থাকার সময় সরকারি কোষাগার থেকে না জানিয়ে উপহার বিক্রি, সহিংসতায় রাষ্ট্রীয় সম্পদ নষ্টের অপরাধসহ একাধিক মামলা হয় তার বিরুদ্ধে। এদিকে, আইন বর্হিভূতভাবে বিয়ে করার অপরাধে ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও জেলখানায় রয়েছেন।

ভারতের গুজরাটের আহমেদাবাদে দুই শতাধিক যাত্রী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বহু যাত্রী হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স আজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫–২৬ অর্থবছরের ঘোষিত বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য ২০ শতাংশেরও বেশি বরাদ্দ বাড়িয়েছে পাকিস্তান সরকার। এ ছাড়া নাগরিক প্রশাসন, পেনশন, ভর্তুকি...
কাশ্মীর সংকট সমাধানে ট্রাম্পের প্রস্তাবের পর যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে, এমন প্রশ্নের জবাবে ট্যামি ব্রুস বলেন, ‘আমি তাঁর (প্রেসিডেন্টে ট্রাম্পের) পরিকল্পনা সম্পর্কে বলতে...
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চলতি বছরের সন্ত্রাস দমন কমিটিতে সহ-সভাপতিত্ব করবে পাকিস্তান। এ বছর নিরাপত্তা পরিষদের ওই কমিটির সভাপতিত্ব করবে আলজেরিয়া। পাকিস্তানের সঙ্গে রাশিয়া ও ফ্রান্স ওই কমিটিতে...
পটুয়াখালীর সদর উপজেলার চারাবুনিয়া গ্রামে দাদি কুলসুম বিবি (১০৫) ও সৎ মা সহিদা বেগমকে (৫০) দা দিয়ে জবাই করে হত্যা করেছে মো. আল আমিন (২৫) নামের এক যুবক। শুক্রবার দুপুর ১টার দিকে সদর উপজেলার...
সাভারের চামড়া শিল্পনগরী চালু হয়েছে ৮ বছর আগে। কিন্তু এখনো সেখানে গড়ে ওঠেনি কোনো চিকিৎসাকেন্দ্র কিংবা শ্রমিকদের জন্য আবাসন সুবিধা। ফলে দুর্ঘটনা বা অসুস্থতার সময় শ্রমিকদের ছুটতে হয় দূরের সাভার বা...
ময়মনসিংহের গৌরীপুরে মো. হুমায়ন কবীর (২১) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার সহনাটি গ্রামে এই হত্যাকাণ্ড হয়। 
জুলাই সনদ ও নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন করা মানে বিএনপির কাছে আত্মসমর্পণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আজ শুক্রবার লন্ডনে বিএনপির...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.