পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেন হাইজ্যাক করার একটি ভিডিও প্রকাশ করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সম্প্রতি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কীভাবে তাদের হামলাকারী দল প্রথমে ট্রেনের কাছে একটি বোমা ফেলে এবং পরে যোদ্ধারা ট্রেনের যাত্রীদের জিম্মি করে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গতকাল মঙ্গলবার বেলুচিস্তানের বোলান জেলার কাছে একটি টানেলে প্রবেশের সময় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা জাফর এক্সপ্রেস নামের ট্রেনটি ছিনতাই করে। চলন্ত ট্রেনে বোমা হামলা ও গুলি চালিয়ে নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র বিদ্রোহীরা। এ সময় চার শতাধিক যাত্রীকে জিম্মি করে। জিম্মিদের মধ্যে অনেক নিরাপত্তা কর্মীও রয়েছেন।
নিরাপত্তা বাহিনীর তথ্য মতে, প্রায় ৪৫০ জন যাত্রী নিয়ে ৯টি বগিতে ট্রেনটি কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশোয়ার যাওয়ার পথে হামলার শিকার হয়। নিরাপত্তা বাহিনী এখন পর্যন্ত ১৫৫ জন জিম্মিকে সফলভাবে মুক্ত করেছে এবং ২৭ জন সন্ত্রাসীকে হত্যা করেছে।
ট্রেনটিতে কত সংখ্যক সশস্ত্র সদস্য অবস্থান করছে, তা এখনো জানা যায়নি। ট্রেনে হামলার প্রতিক্রিয়ায় নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করার পর সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায় বলে জানা গেছে। জিম্মিদের উদ্ধারের জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান অব্যাহত রেখেছেন। বাকি জিম্মিদের উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে।
ট্রেনে হামলা ও যাত্রীদের জিম্মির ঘটনায় গতকালই দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। যাত্রীবাহী ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর ‘সন্ত্রাসী হামলার’ ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।