সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
Independent Television
 

পাকিস্তানের সেই ট্রেনের ৩ শতাধিক জিম্মি মুক্ত, সশস্ত্র গোষ্ঠীর ৩৩ সদস্য নিহত

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১২:৩৩ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে জিম্মি হওয়া ৩০০ জনের বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ট্রেনটিতে চালানো অভিযানে নিহত হয়েছে সশস্ত্র গোষ্ঠীর ৩৩ জন সদস্য। ট্রেনে উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে। দেশটির সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

গত মঙ্গলবার বেলুচিস্তানের বোলান জেলার কাছে একটি টানেলে প্রবেশের সময় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা জাফর এক্সপ্রেস নামের ট্রেনটি ছিনতাই করে। চলন্ত ট্রেনে বোমা হামলা ও গুলি চালিয়ে নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র বিদ্রোহীরা। এ সময় চার শতাধিক যাত্রীকে জিম্মি করে। জিম্মিদের মধ্যে অনেক নিরাপত্তা কর্মীও ছিলেন। 

সামরিক মুখপাত্র জানিয়েছেন, অভিযান শুরু হওয়ার আগে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ২১ জন বেসামরিক জিম্মি এবং চারজন সামরিক কর্মীকে হত্যা করেছে। আরও কোনো হুমকি আছে কি না, তা দেখার জন্য সেনাবাহিনী এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

সেনা মুখপাত্রের মতে, যখন ট্রেনটি আক্রমণ করা হয়েছিল তখন প্রায় ৪৪০ জন যাত্রী ছিলেন। নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠীর কিছু সদস্য ট্রেন ছেড়ে আশেপাশের পাহাড়ি এলাকায় বেশ কিছু সংখ্যক যাত্রী নিয়ে পালিয়ে যায়।

মুখপাত্র জানিয়েছেন, হামলার সময় পালিয়ে যাওয়া এবং আশেপাশের এলাকায় যাওয়া যাত্রীদের খুঁজে বের করার জন্য সেনাবাহিনী কাজ করছে। কতজন যাত্রী নিখোঁজ রয়েছে তা স্পষ্ট নয়।

পাকিস্তানি কর্তৃপক্ষ- যুক্তরাজ্য ও আমেরিকাসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ বিএলএকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

নিরাপত্তা বাহিনীর তথ্য মতে, প্রায় ৪৫০ জন যাত্রী নিয়ে ৯টি বগিতে ট্রেনটি কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশোয়ার যাওয়ার পথে হামলার শিকার হয়। 

ট্রেনে হামলা ও যাত্রীদের জিম্মির ঘটনায় দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি। যাত্রীবাহী ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর ‘সন্ত্রাসী হামলার’ ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 

ট্রেনে জিম্মি ৩ শতাধিক যাত্রীকে মুক্ত করা হয়েছে। ছবি: রয়টার্সবিবিসির প্রতিবেদেন বলা হয়, বিএলএ হলো পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানের জন্য বৃহত্তর স্বায়ত্তশাসন অথবা স্বাধীনতা দাবিকারী বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে একটি। এর আগেও তারা সামরিক শিবির, রেলওয়ে স্টেশন এবং ট্রেনে আক্রমণ করেছে। তবে এই প্রথমবারের মতো তারা কোনো ট্রেন জিম্মি করল।

কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনে কমপক্ষে ১০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। স্থানীয় প্রতিবেদন অনুসারে, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ৪৮ ঘণ্টার মধ্যে বালুচ রাজনৈতিক বন্দীদের মুক্তি না দিলে জিম্মিদের হত্যা করার হুমকি দিয়েছিল।

হামলার সময়, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা রেললাইনের একটি অংশ উড়িয়ে দেয় এবং একটি পাহাড়ি সুড়ঙ্গের কাছে ট্রেনে গুলি চালায়।

প্রত্যক্ষদর্শীরা হামলার সময় ট্রেনে থাকা বিপর্যয়ের দৃশ্য বর্ণনা করেছেন। যাত্রী ইসহাক নূর বিবিসিকে বলেছেন, আমরা গোলাগুলির সময় আমাদের নিঃশ্বাস আটকে রেখেছিলাম, পরবর্তী কী হবে তা জানতাম না।

হামলার সময় যাত্রীদের সাথে যোগাযোগ করতে কর্মকর্তাদের অসুবিধা হচ্ছিল। প্রত্যন্ত অঞ্চলটিতে ইন্টারনেট বা মোবাইল কভারেজ ছিল না।

পাঞ্জাব প্রদেশের সকল সরকারি ও বেসরকারি কলেজে ভারতীয় নাচ–গান ও অন্যান্য অশালীন কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তানের পাঞ্জাবের উচ্চ শিক্ষা কমিশন। সম্প্রতি এ বিষয়ে একটি পরিপত্র...
পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেন হাইজ্যাক করার একটি ভিডিও প্রকাশ করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সম্প্রতি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কীভাবে তাদের হামলাকারী দল প্রথমে ট্রেনের কাছে একটি বোমা ফেলে...
পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় অভিযানে সশস্ত্র গোষ্ঠীর অন্তত ২৭ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য...
পাকিস্তানের বেলুচিস্তানে একটি ট্রেনের যাত্রীদের জিম্মির ঘটনায় উদ্ধার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে অন্তত ১০৪ জন উদ্ধার হয়েছেন। আর সশস্ত্র গোষ্ঠীর অন্তত ১৬ সদস্য নিহত হয়েছে। 
নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোররাত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্রাজিলের দুঃসংবাদের এখানেই শেষ নয়। নেইমার ছাড়াও ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির গোলকিপার এদেরসন ও ফ্ল্যামেঙ্গোর রাইট ব্যাক দানিলো। এ তিনজনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন রেয়াল মাদিদ্রের তরুণ ফরোয়ার্ড...
বাড়ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগের পরিমাণ। প্রতিদিন গড়ে জমা হচ্ছে দেড় শ অভিযোগ। তবে আইন সংস্কার না হলে ই-কমার্স, ব্যাংক, টেলিকম ও স্বাস্থ্যখাতে ব্যবস্থা নিতে পারছে না সংস্থাটি। এতে...
ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে রাশিয়ার প্রতি কঠোর বার্তা দিয়েছে জি-৭ জোটভুক্ত দেশগুলো। গতকাল শুক্রবার এক খসড়া বিবৃতিতে এই জোট বলেছে, রাশিয়া যদি ইউক্রেনের মতো সমতার ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত না...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.