সেকশন

বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

পাকিস্তানের বেলুচিস্তানে স্কুল বাসে বিস্ফোরণ, শিশুসহ নিহত ৫

আপডেট : ২১ মে ২০২৫, ১২:৪৮ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানের খুজদার জেলায় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে বিস্ফোরণে তিন শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় সময় আজ বুধবার সকালের এই বিস্ফোরণে আহতও হয়েছে বেশ কয়েকজন। পাকিস্তান আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

এক বিবৃতিতে আইএসপিআর জানায়, ‘ভারতের পরিকল্পনায় ও মদদপুষ্ট সন্ত্রাসীদের মাধ্যমে আরেকটি কাপুরুষোচিত ও নৃশংস হামলা হয়েছে। আজ খুজদারে নিরীহ স্কুল শিক্ষার্থীদের বাস লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিন শিশু ও দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। আরও বেশ কয়েকটি শিশু আহত হয়েছে।’ 

আইএসপিআর জানায়, ‘যুদ্ধক্ষেত্রে ব্যর্থ হয়ে ভারত তাদের মদদপুষ্টদের মাধ্যমে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় এ ধরনের ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলা চালিয়ে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে। ভারত সরকার রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। এটি তাদের নীতিহীনতা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিফলন।’ 

আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, ‘ভারতের মদদপুষ্ট কাপুরুষোচিত এই হামলার পরিকল্পনাকারী, সহযোগী ও হামলাকারীদের খুঁজে বের করে বিচারের সম্মুখীন করা হবে। ভারতের এই মুখোশ পুরো বিশ্বের সামনে উন্মোচন করা হবে।’

খুজদার জেলার ডেপুটি কমিশনার ইয়াসির ইকবাল দাশতী ডনকে বলেন, ‘খুজদার জিরো পয়েন্টের কাছে পৌঁছানোর সময় স্কুল বাসে বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্তে এটি আত্মঘাতী বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। হতাহতদের কাছের হাসপাতালে নেওয়া হয়েছে। যাদের অবস্থা গুরুতর, তাদের কোয়েটা ও করাচির হাসপাতালে পাঠানো হবে।’

এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি খুজদার জিরো পয়েন্টের কাছে স্কুল বাসে বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘শিশুদের মৃত্যুর ঘটনায় আমি গভীর শোক জানাই। তাদের পরিবারের প্রতি সমবেদনা রইলো। স্কুল বাসে হামলা দেশের স্থিতিশীলতা নষ্টের জন্য শত্রুদের একটি নিকৃষ্ট চক্রান্ত। জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা এই চক্রান্ত ব্যর্থ করে দেব।’

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ গাজায় তাদের সাঁজোয়া বাহনের সঙ্গে যুক্ত থাকা একটি বোমার বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে ইসরায়েলি বাহিনীর সাতজন...
গত এক সপ্তাহে ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি প্রায় ৫০০ ড্রোন ছুড়েছে ইরান। এর মধ্যে গতকাল শুক্রবার রাতভর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ছোড়া হয়েছে অন্তত ৪০টি ড্রোন। সংবাদমাধ্যম আল জাজিরার...
ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে গত আট দিনে ইরানে অন্তত ৪৩০ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন কমপক্ষে ৩ হাজার ৫০০ মানুষ। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ শনিবার হতাহতের এ হালনাগাদ...
ইরানি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে একই খবর প্রচার করেছে বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। তবে কোনো গণমাধ্যমের খবরেই নিহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। এই বিপ্লবী গার্ড...
প্রায় দুই বছর ধরে সার্টিফিকেশন (সেন্সর) বোর্ডে আটকে ছিল কামার আহমাদ সাইমনের ছবি ‘অন্যদিন…’। বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে প্রশংসা ও পুরস্কার—সব পেলেও বিগত সময়ে দেশে মুক্তির অনুমতিই দেওয়া হয়নি...
ইরানের বিচার এক বিবৃতিতে বলেছে, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল নামের তিন ব্যক্তি হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে দেশটির ভেতরে সরঞ্জাম ঢোকানোর চেষ্টা চালিয়েছিলেন। জায়নবাদী শাসককে (ইসরায়েল) সহযোগিতা করার...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.