সেকশন

বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
Independent Television
 

দুই পারমাণবিক শক্তিধর দেশের সামরিক সংঘাত নিছক বোকামি: পাকিস্তান আইএসপিআরের ডিজি

আপডেট : ২২ মে ২০২৫, ০৯:৪৮ এএম

পারমাণবিক শক্তিধর পাকিস্তান এবং ভারতের মধ্যে সামরিক সংঘাত নিছক বোকামি এবং একটি অযৌক্তিক ধারণা বলে মন্তব্য করেছেন পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

একটি ব্রিটিশ সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন বলে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। আহমেদ শরীফ বলেন, ‘পারমাণবিক শক্তিধর পাকিস্তান এবং ভারতের মধ্যে সামরিক সংঘাত নিছক বোকামি এবং একটি অযৌক্তিক ধারণা। পারমাণবিক সংঘাত উভয় দেশের জন্য পারস্পরিক ধ্বংস ডেকে আনতে পারে।’

পাকিস্তানের সামরিক মুখপাত্র বলেন, ‘পাকিস্তান শান্তি চায়, কিন্তু যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমরা সর্বদা প্রস্তুত।
তিনি দুই দেশের মধ্যে সংঘাতের খবর নিয়ে ভারতের প্রচারকৌশলের নিন্দা করেছেন। তিনি বলেন, একটি বিরোধ বিদ্যমান, যা যেকোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে।’

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারমাণবিক সংঘাতের সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে আইএসপিআরের মহাপরিচালক বলেন, ‘ভারত মিথ্যা আখ্যানের ওপর ভিত্তি করে আগুন নিয়ে খেলছে।’

আহমেদ শরীফ বলেন, পাকিস্তান অত্যন্ত পরিপক্কতার সাথে প্রতিক্রিয়া জানিয়েছে এবং পরিস্থিতিকে আরও খারাপ হতে বাধা দিয়েছে।
পেহেলগাম হামলায় পাকিস্তানের জড়িত থাকার ভারতীয় অভিযোগের জবাবে তিনি বলেন, ভারত যদি কোনো পাকিস্তানির বিরুদ্ধে প্রমাণ সরবরাহ করে তবে তারা ব্যবস্থা নেবে।

যুদ্ধবিরতি সম্পর্কে সামরিক মুখপাত্র বলেন, পাকিস্তান শান্তিকে অগ্রাধিকার দেয় এবং দেশটি বিজয় নয়, শান্তি উদযাপন করছে।
দুই দেশের মধ্যে ব্যাকচ্যানেল যোগাযোগ সম্পর্কে আরেকটি প্রশ্নের জবাবে আইএসপিআর ডিজি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এর উত্তর দিতে পারে, কারণ সেনাবাহিনী রাজনীতি এবং কূটনীতি নিয়ে কাজ করে না।

তিনি বলেন, পাকিস্তান ৬ থেকে ৭ মে রাতে ভারতীয় আগ্রাসনের তীব্র প্রতিক্রিয়া জানায়। আমরা ছয়টি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করেছি এবং আমরা আরও ধ্বংস করতে পারতাম।

গত ২২ এপ্রিল ভারতের কাশ্মীরে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছে। তবে অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান।

এরমধ্যেই ৭ মে ভোরে পাকিস্তানে হামলা চালায় ভারত। প্রতিক্রিয়া জানায় পাকিস্তানও। পাকিস্তান তিনটি রাফায়েলসহ ছয়টি যুদ্ধবিমান এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত করেছে। প্রায় ৮৭ ঘণ্টা পর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘাত ১০ মে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করবেন। হোয়াইট হাউসে স্থানীয় সময় দুপুরে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এই দুই নেতা এক সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন।...
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে নিরাপত্তাজনিত কারণে তেহরানে থাকা ভারতীয় নাগিরক ও শিক্ষার্থীদের সরিয়ে নিতে শুরু করেছে ভারত। আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বাংলায় কথা বললেই বাংলাদেশি আখ্যা দিয়ে ভারতীয়দের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় দেওয়া বক্তব্যে এর জন্য ভারতের...
আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারতে আকাশপথে যাত্রায় অনেক বাধা আসছে। বিভিন্ন কারণে গত ৩৬ ঘণ্টায় ভারতগামী তিনটি ফ্লাইট ভারতে অবতরণ করেনি। এসব ফ্লাইট ফিরে গেছে জার্মানি, হংকং ও যুক্তরাজ্যে।...
বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের ফলে কুয়াকাটা সংলগ্ন উপকূলীয় এলাকায় সমুদ্র বেশ উত্তাল হয়ে উঠেছে। গত সোমবার সন্ধ্যায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে...
লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জের দিঘলীর রমাপুর এলাকায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় নুরুল হক নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে রমাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.