নেত্রকোণার মোহনগঞ্জে মাছ ধরার সময় বজ্রপাতে দুই তরুণের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার পেরিরচর বিল এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃতরা হলেন—উপজেলার পেরিরচর গ্রামের লেদু মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২৮) এবং মজিবুর রহমানের ছেলে তানজিদ (১৮)। তাঁরা দুজনই একসঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন বলে জানিয়েছে পরিবার।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শুক্রবার দুপুরের পর থেকে শনিবার সকালের মধ্যে কোনো এক সময় বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, শুক্রবার দুপুরে মাছ ধরতে বাড়ি থেকে বের হন পাপ্পু ও তানজিদ। এরপর রাতে তারা আর বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির পর শনিবার সকালে পেরিরচর বিলে একটি গাছের নিচে তাঁদের দগ্ধ মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।