সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

ট্রাম্পের উচ্চ শুল্কের ক্ষতিগ্রস্তদের একাট্টা করতে চাইছেন শি?

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৫:৪০ পিএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এশিয়ার তিন দেশে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর করছেন। গত সোমবার ভিয়েতমনাম সফরে গেছেন তিনি। অনেকগুলো বিনিযোগ চুক্তি সইয়ের পাশাপাশি রাজধানী হ্যানয়ে দেশটির শীর্ষ নেতা টু ল্যামের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে শি ল্যামকে বলেছেন, ‘আমাদের মিলেমিশে আমেরিকান ‌একতরফা উপদ্রব মোকাবিলা করতে হবে।’ 

শি-ল্যামের বৈঠক নিয়ে সোমবারই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাকে আঘাত করতেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনটি দেশে রাষ্ট্রীয় সফরে করছেন বলে মনে করেন ট্রাম্প। ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি চীনকে দোষ দিই না। ভিয়েতনামকেও দোষ দিই না। তাদের মধ্যে হৃদ্যতাপূর্ণ বৈঠক হয়েছে। কীভাবে আমেরিকাকে ফাঁকি দেওয়া যায়, তাঁরা সেই উপায় খুঁজে বের করতে চেষ্টা করেছেন। তবে আপনারা ভুলে যাবেন না, এই উদ্দেশ্যেই কিন্তু ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গঠিত হয়েছিল।’

গত ২ এপ্রিল ট্রাম্প হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে যে উচ্চ শুল্ক ঘোষণা করেছিলেন, তার অন্যতম ভুক্তভোগী ভিয়েতনাম। দেশটির ওপর আরোপ করা হয়েছে ৪৬ শতাংশ শুল্ক। তবে বিশ্বের অন্যান্য দেশের মতো ট্রাম্পের ২ এপ্রিল ঘোষিত পাল্টা শুল্ক চীন ছাড়া বাকি দেশগুলোর ওপর ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। যদিও সার্বজনীন ১০ শতাংশ শুল্ক ঘোষণার দিন রাত থেকে কার্যকর হয়েছে। অবশ্য পরে চীনসহ সব দেশ থেকে আমেরিকায় আমদানি করা আইফোন, কম্পিউটারসহ যাবতীয় ইলেকট্রনিক্স পণ্যের শুল্কও কার্যকর হবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। 

ইকোনমিস্টের এক বিশ্লেষণে বলা হয়, শি যে ভিয়েতনাম গেলেন, এই সফর হুট করে ঠিক করা হয়নি। ট্রাম্পের শুল্ক ঘোষণার বেশ আগেই শি’র দক্ষিণ‑পূর্ব এশিয়ার তিনটি দেশের সফরসূচি চূড়ান্ত করা হয়। ভিয়েতনাম দিয়ে তাঁর সফর শুরু হলো। ভিয়েতনাম থেকে তিনি যাবেন মালয়েশিয়াতে। সেখান থেকে বৃহস্পতিবার কম্বোডিয়া যাবেন। শুক্রবার এ সফরের মধ্য দিয়ে সফর শেষ হবে।

হ্যানয়ে দেশটির শীর্ষ নেতা টু ল্যামের সঙ্গে বৈঠক করেন শি জিনপিং। ছবি: রয়টার্স
 
ভিয়েতনামের মতো কম্বোডিয়ার ওপরও ৪৬ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প। মালয়েশিয়ার পণ্যের ওপর ঘোষণা করা হয়েছে ২৪ শতাংশ শুল্ক। এই অঞ্চলের অন্যান্য দেশ থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের ওপর ঘোষণা করা হয়েছে যথাক্রমে ৩৬, ৩২ ও ১৭ শতাংশ শুল্ক।

এমন পরিস্থিতিতে আগে থেকে নির্ধারিত হলেও চীনা প্রেসিডেন্টের দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশে সফরকে বেশ সময়োপযোগী বলে বিবেচনা করা হচ্ছে। কারণ, এই সফরের মধ্য দিয়ে শি অঞ্চলটির দেশগুলোর কাছে এই বার্তা দিতে পারবেন যে, চীন তাদের পাশে আছে। 

চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, সোমবার টু ল্যামের সঙ্গে বৈঠকে শি বলেছেন, ‌‘চীনের বাজার ভিয়েতনামের জন্য সব সময় খোলা। চীন ও ভিয়েতনামের কৌশলগত লক্ষ্যগুলো শক্তিশালী করা এবং যৌথভাবে আমেরিকার একতরফা উপদ্রবের বিরোধিতা করা উচিত।’

শি বলেন, ‘বিশ্বব্যাপী মুক্ত বাণিজ্য ব্যবস্থা এবং শিল্প ও সরবরাহ (চেইন) স্থিতিশীলতা বজায় রাখার জন্য দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত।’

বিশ্লেষকদের মতে, গত কয়েক বছরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো চীনের দিকে ঝুঁকেছে। এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্য বাড়ার পাশাপাশি সেখানে চীনের বিনিয়োগও বেড়েছে। কিন্তু তার মানে এই না যে, তারা চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি নিয়ে উদ্বিগ্ন নয়। ভিয়েতনামের সঙ্গে ব্যবসায় চীনের উদ্ধৃত্ত অনেক বেশি। প্রতিবেশী কমিউনিস্ট দেশটি প্রতি অর্থবছরে যে অর্থমূল্যের পণ্য চীনে রপ্তানি করে, তার চেয়ে ১ দশমিক ৬ গুণ বেশি পণ্য চীন থেকে আমদানি করে। এখন চীনের পণ্যে যুক্তরাষ্ট্র ১৪৫ শতাংশ শুল্ক দেওয়ায় ভিয়েতনামসহ অঞ্চলটির অন্যান্য দেশের বাজার চীনের সস্তা পণ্যে সয়লাব হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এ ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়াসহ যেসব দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ করে তা ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে, তারা ওয়াশিংটনের পক্ষ থেকে বিশেষ ধরনের হুমকিতে আছে। ওয়াশিংটনের প্রত্যাশা, শুল্ক স্থগিত করা হয়েছে দর-কষাকষি করার জন্য, অন্য দেশের সঙ্গে যোগসাজশ করার জন্য নয়। যারা এমনটি করবে, তাদের শাস্তি পেতে হবে।

সম্প্রতি বিভিন্ন দেশের ওপর উচ্চ শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

শি-ল্যাম বৈঠকের পর ট্রাম্প যে মন্তব্য করেছেন, তাতে প্রচ্ছন্ন সেই হুমকি রয়েছে। ট্রাম্পের এই হুমকি বা চীনের মতো বড় প্রতিবেশী অর্থনীতির সঙ্গে যে সাবধানে লেনদেন করতে হবে, সেই জ্ঞান এই অঞ্চলের নেতাদের রয়েছে।

ল্যামের আচরণ থেকেও বিষয়টি অনুমেয়। শুল্ক ঘোষণার পর শুরুর দিকে যারা ট্রাম্পকে ফোন করেছেন, ল্যাম তাদের একজন। তিনি ট্রাম্পকে প্রস্তাব করেছেন, ভিয়েতনাম আমেরিকার পণ্য থেকে সব শুল্ক প্রত্যাহার করবে। অর্থাৎ, যুক্তরাষ্ট্র থেকে দেশটিতে প্রবেশ করতে কোনো শুল্ক লাগবে না। তিনি এরই মধ্যে ওয়াশিংটনে এক বিশেষ আলোচকও পাঠিয়েছেন।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রীও ট্রাম্পকে ফোন করে মার্কিন পণ্যে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন। মালয়েশিয়া সরবরাহ শৃঙ্খল এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের বিষয়ে একটি চুক্তি করার জন্য ওয়াশিংটনে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে বলেও জানা গেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এসব আচরণকে বুদ্ধিদীপ্ত বলে উল্লেখ করা হয়েছে ইকোনমিস্টের প্রতিবেদনে।

তথ্যসূত্র: ইকোনমিস্ট, সিএনএন, সিনহুয়া

বাংলাদেশসহ ৭৫টির বেশি দেশের ওপর পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে চীনের পণ্যের ওপর নতুন করে আরও ২১ শতাংশ বাড়িয়ে শুল্ক ১২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...
কানাডীয় পণ্যে ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপের পর এই অবস্থান নিয়েছে কানাডা। নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি শুধু এই সিদ্ধান্ত নিয়েই থেমে থাকেননি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রধানমন্ত্রী হওয়ার পর...
জার্মানির জাতীয় নির্বাচনে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) জয়ী হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দলটির নেতা ফ্রেডরিখ মের্জ বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি বলেন, ‘ট্রাম্প মোটেও ইউরোপের ভাগ্য নিয়ে...
ইউক্রেন সঙ্কট নিয়ে সম্মেলন ডেকেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গত রোববার লন্ডনে সেই সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে যোগ দেওয়া ১৮টি দেশের নেতা একমত হয়েছেন যে, ইউক্রেনে একটি শান্তি চুক্তি...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ফ্রাঙ্কফুর্টে গতকাল ইউরোপা লিগের ম্যাচটা শেষ হতেই তাই যেন বুক ভরে অক্সিজেন নেওয়ার সুযোগ হলো পস্তেকগলুর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্রয়ের পর ফ্রাঙ্কফুর্টে গিয়ে গতকাল যে ৪৩...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া আহ্বান, বকেয়া অর্থ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়, এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.