সেকশন

বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
Independent Television
 

এই চক্করের শেষ কোথায়?

সিনেমাটির সংলাপ রচনার ক্ষেত্রে শরাফ আহমেদ জীবনের মুনশিয়ানা তারিফ করার মতো। বিশেষ করে ‘বাদাম খাইলে বুদ্ধি বাড়ে না, বুদ্ধি বাড়ে উষ্ঠা খাইলে’ সংলাপটি তো যাঁরা দেখেছেন, সবার মুখে মুখে!

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০২:২৮ পিএম

চক্কর পোস্টারে মোশাররফ করিম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমা ‘চক্কর ৩০২’। এটি নির্মিত হয়েছে একটি গোয়েন্দা গল্পের ওপর ভিত্তি করে।  

সদ্য কৈশোর পেরোনো তিনজনের একটি বন্ধুমহল—সাদমান, রায়হান ও লিমা। দিনরাত একসঙ্গেই তাদের চলাফেরা। সাদমান আর রায়হানের বন্ধুত্ব ছোটবেলা থেকেই। সময়ের আবর্তে তিনজনই মাদকাসক্ত হয়ে পড়েছে। এভাবেই চলছিল সব। কিন্তু হঠাৎ একদিন সাদমান খুন হয়। এই ঘটনায় অপর দুই বন্ধু রায়হান ও লিমাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা টিম।

এদিকে, রায়হানের বাবা বিখ্যাত অভিনেতা, সুপারস্টার হাসান চৌধুরী। পুলিশ এমন এক তারকার ছেলেকে গ্রেপ্তার করেছে, তাও আবার খুনের মামলায়! বাস্তবজীবনে এমনটা হলে যেমন দেশজুড়ে শোরগোল পড়ে যেত, পর্দাতেও ঠিক তেমনটাই দেখা যায়। অন্যদিকে, সাদমান কীভাবে খুন হলো? এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত? কেন তারা সাদমানকে খুন করল? এসব রহস্য তদন্ত করতে নেমে ভয়ঙ্কর এক চক্রের খোঁজ পায় গোয়েন্দা কর্মকর্তা ইনসপেক্টর মঈনুল, যে চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

চক্কর সিনেমার দৃশ্যে মৌসুমী নাগ। ছবি: সংগৃহীত

চলতে থাকে সাদমান খুনের রহস্য উদঘাটনের চেষ্টা। ইনসপেক্টর মঈনুলের সহকারীর ভূমিকায় থাকে আরেক পুলিশ কর্মকর্তা সজীব। বলতে গেলে তারা দুজন ছায়াসঙ্গী! একে অপরের বিশ্বস্ত। পর্দায় সজীবের ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত দত্ত। 

একপর্যায়ে সজীবও খুনের শিকার হয়, যা ইনসপেক্টর মঈনুলকে একদিকে একাকী, অন্যদিকে আরও আত্মপ্রত্যয়ী করে তোলে। সজীবের খুন হওয়ার ঘটনায় বিষাদ ছুঁয়ে যায় দর্শকের মনেও। এদিকে, সাদমান হত্যায় জড়িতদের গ্রেপ্তার করতে আরও মরিয়া হয়ে উঠে মঈনুল। কেঁচো খুড়তে যেন সাপ বেরিয়ে আসছে!

একটি দৃশ্যে মোশাররফ করিম। ছবি: সংগৃহীত

গোয়েন্দা গল্পটি বেশ নিপুণভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন নির্মাতা শরাফ আহমেদ জীবন। নিখাদ এক সিনেমা, শেষটাও চমৎকার! যদিও দর্শকের মনে শেষ পর্যন্ত এই প্রশ্ন থেকেই যেতে পারে যে, পরবর্তীতে কি চক্কর-এর সিক্যুয়েল আসবে? ইনসপেক্টর মঈনুল যে চক্করে পড়েছেন, সেটার কি সমাপ্তি হবে?

পর্দায় আন্ডারওয়ার্ল্ড সিন্ডিকেটের অন্যতম সদস্য ‘গন্ডার বাবু’। এই চরিত্রে নির্মাতা-অভিনেতা সুমন আনোয়ারের পারফরম্যান্স দর্শকের মনে গেঁথে থাকবে।

এর আগে মোশাররফ করিমকে বড় ক্যানভাসে গোয়েন্দা পুলিশের ভূমিকায় দেখা গেছে নির্মাতা আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর’-এ। কিন্তু চক্কর-এ ইনসপেক্টর মঈনুল চরিত্রটি এর থেকে ভিন্ন এবং বিপরীতমুখী। বরাবরের মতো এতেও দুর্দান্ত অভিনয় করেছেন তিনি।

চক্কর পোস্টারে সুমন আনোয়ার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এ ছাড়া হত্যাকাণ্ডের শিকার সাদমানের মায়ের ভূমিকায় রয়েছেন মৌসুমী নাগ। অন্যদিকে, অভিযুক্ত রায়হানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তারিন জাহান। মায়ের ভূমিকায় এই দুই অভিনেত্রীই সহজাত অভিনয় করেছেন। অন্যান্য ভূমিকায় ইন্তেখাব দিনার, রিকিতা নন্দিনী শিমু, রওনক হাসান, সারা আলম, আরিয়ান সরোয়ার, ফারজানা বুশরাসহ সবাই ছিলেন স্বতঃস্ফূর্ত।

প্রথমদিকে সিনেমাটির সাদামাটা শুরু হলেও, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শকের মনে বেশ ব্যঞ্জনা সৃষ্টি করতে থাকে। সিনেমাটোগ্রাফির কারিকুরি চোখে পড়ে। আবহসংগীতও দর্শকের মনে প্রলেপ তৈরি করে। 

এ ছাড়া সিনেমাটির সংলাপ রচনার ক্ষেত্রে শরাফ আহমেদ জীবনের মুনশিয়ানা তারিফ করার মতো। বিশেষ করে ‘বাদাম খাইলে বুদ্ধি বাড়ে না, বুদ্ধি বাড়ে উষ্ঠা খাইলে’ সংলাপটি তো যাঁরা দেখেছেন, সবার মুখে মুখে! এ ছাড়া এই ছবিতে কাজল দেওয়ানের গাওয়া ‘কাউয়ায় কমলা খাইতে জানে না’ গানটি ইতিমধ্যে ভাইরাল। 

সব মিলিয়ে, ২ ঘণ্টা ২২ মিনিটের চক্কর দেখলে মনেই হয় না যে, এটি সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা কিংবা শরাফ আহমেদ জীবন পরিচালিত প্রথম সিনেমা! শক্তিশালী একটি গল্পকে পর্দায় সাবলীলভাবে উপস্থাপন করেছেন নির্মাতা।

রেটিং: ৪.০০ / ৫.০০

পরিচালক: শরাফ আহমেদ জীবন
চিত্রনাট্য: সৈয়দ গাউসুল আলম শাওন ও নাহিদ হাসনাত
অভিনয়শিল্পী: মোশাররফ করিম, শাশ্বত দত্ত, সুমন আনোয়ার, মৌসুমী নাগ, তারিন জাহান, ইন্তেখাব দিনার, রিকিতা নন্দিনী শিমু, রওনক হাসান, সারা আলম, আরিয়ান সরোয়ার, ফারজানা বুশরা প্রমুখ
ভাষা: বাংলা
ধরন: ক্রাইম, ড্রামা, থ্রিলার
মুক্তি: ৩১ মার্চ ২০২৫

মারা গেছেন বর্ষীয়ান চলচ্চিত্র মেকআপ শিল্পী সেলিম। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে তিনি রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন। গতকাল (১৬ জুন) রাত ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি...
বলিউডের কমেডি ছবির তালিকা যদি প্রকাশ হয় তাহলে প্রথম দিকেই থাকবে ‘গোলমাল’ ছবির নাম। মানুষকে অনাবিল আনন্দে বারবার ভাসিয়েছেন এই ছবির কলাকুশলীরা। প্রতিবার ছবিতে অন্যরা পাল্টে গেলেও পাল্টান না অজয়...
ভাষা বিতর্কে আগুন নিভতে না নিভতেই ফের বিতর্কে দক্ষিণী অভিনেতা ও রাজনীতিক কমল হাসান। কন্নড় ভাষা নিয়ে মন্তব্য ঘিরে কর্নাটক হাই কোর্টের ভর্ৎসনার মুখে ছিলেন তিনি। তার মাঝেই এবার চেন্নাইয়ে এক অনুষ্ঠানে...
একদিকে হারমোনিয়ামে সুরের ঝরনা, অন্যদিকে কৌতুক ছড়ানো করপোরেট জবাব—এই দুয়ে মিলে রীতিমতো ভাইরাল ‘বাবা দিবস স্পেশাল’ হয়ে উঠলেন ঢালিউডের কিং শাকিব খান ও তার দুই ছেলে আব্রাম খান জয়, শেহজাদ খান বীর।...
নরসিংদীর পলাশে সন্ত্রাস, চাঁদাবাজির প্রতিবাদ করাসহ জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মেয়র প্রত্যাশী বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলের ওপর হামলা করে তাঁকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের...
ঘটনাস্থলে ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে থাকা একজন সংবাদদাতা বলেছেন, ‘স্থানীয় সময় আনুমানিক ভোর ৫টার দিকে ড্রোনটি ভূপাতিত করা হয়। কোনো স্থাপনায় আঘাত করার আগেই ড্রোনটিকে গুলি করে ধ্বংস করা হয়েছে।’
পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি সম্প্রতি জুনিয়র অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কাউকে নিজ দলে নিতে চান না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি একই সঙ্গে বলেছেন, যারা ভালো মানুষ তাদের তারা বাদও দেবেন না।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.