ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উৎসব’ এখন দেশীয় দর্শকের আলোচনায়। মুক্তির পর থেকেই হলগুলোতে বেশ রমরমা ব্যবসা করছে সিনেমাটি। ঈদে অল্প সংখ্যাক হলে মুক্তি পেলেও দর্শকদের চাহিদায় এরইমধ্যে বেড়েছে হল সংখ্যা। এবার সিনেমাটি বাংলা ভাষাভাষী প্রবাসীদের জন্য বিদেশের মাটিতে মুক্তি পেয়েছে। শুক্রবার (২০ জুন) কানাডা, আমেরিকা ও যুক্তরাজ্যের ৩৭টি সিনেমা হলে একযোগে মুক্তি পেয়েছে এটি।
প্রথম সপ্তাহে কানাডার ৬টি, আমেরিকার ৩০টি ও যুক্তরাজ্যের ১টি থিয়েটারে তানিম নূর পরিচালিত এই সিনেমা উপভোগ করতে পারবেন দর্শক। কানাডার টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, উইন্ডসর, এডমন্টন ও রেজিনা থিয়েটারে চলবে উৎসব। এ ছাড়া আমেরিকার দর্শকরা নিউ ইয়র্ক সিটি, ডালাস, হিউস্টন, আটলান্টিক সিটি, ওয়াশিংটন ডিসি, বাফেলো, ন্যাশভিল, শার্লটে, মায়ামি, টাম্পা, অরল্যান্ডো, ওকলাহোমা সিটি, শিকাগো, ফিনিক্স, আটলান্টা, সান ফ্রান্সিসকো বে এরিয়ার থিয়েটারে দেখতে পারবেন সিনেমাটি। একইসঙ্গে যুক্তরাজ্যের লন্ডনেও মুক্তি পেয়েছে উৎসব।
সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ‘ইন্টারন্যাশনাল সার্কিটে ২০ জুন এ বছরের সবচেয়ে কঠিন ডেইটগুলোর একটা। একে তো হলিউডের সব বড় বড় ছবির লাইন লেগে আছে, সাথে যোগ হয়েছে ভারতের বড় ২ সিনেমা। এর মধ্যে মোটামুটি যুদ্ধ করে এ হলগুলো নিতে হয়েছে।’
বিদেশের মাটিতে উৎসব’র মুক্তির বিষয়টি সামাজিকমাধ্যমে নিশ্চিত করে নির্মাতা তানিম নূর বলেন, “দেশে দারুণভাবে দর্শক সমাদৃত হয়েছে ‘উৎসব’। আশা করি বাংলাদেশে যেমন সবার ভালো লেগেছে আপনাদের কাছেও তেমনি ভালো লাগবে।”
প্রসঙ্গত, উৎসব সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে। প্রযোজনা করেছে ডোপ প্রডাকশনস ও লাফিং এলিফ্যান্ট।