সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

আমেরিকা-কানাডার ৩৭ হলে ‘উৎসব’

আপডেট : ২১ জুন ২০২৫, ১১:৪৩ এএম

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উৎসব’ এখন দেশীয় দর্শকের আলোচনায়। মুক্তির পর থেকেই হলগুলোতে বেশ রমরমা ব্যবসা করছে সিনেমাটি। ঈদে অল্প সংখ্যাক হলে মুক্তি পেলেও দর্শকদের চাহিদায় এরইমধ্যে বেড়েছে হল সংখ্যা। এবার সিনেমাটি বাংলা ভাষাভাষী প্রবাসীদের জন্য বিদেশের মাটিতে মুক্তি পেয়েছে। শুক্রবার (২০ জুন) কানাডা, আমেরিকা ও যুক্তরাজ্যের ৩৭টি সিনেমা হলে একযোগে মুক্তি পেয়েছে এটি।

প্রথম সপ্তাহে কানাডার ৬টি, আমেরিকার ৩০টি ও যুক্তরাজ্যের ১টি থিয়েটারে তানিম নূর পরিচালিত এই সিনেমা উপভোগ করতে পারবেন দর্শক। কানাডার টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, উইন্ডসর, এডমন্টন ও রেজিনা থিয়েটারে চলবে উৎসব। এ ছাড়া আমেরিকার দর্শকরা নিউ ইয়র্ক সিটি, ডালাস, হিউস্টন, আটলান্টিক সিটি, ওয়াশিংটন ডিসি, বাফেলো, ন্যাশভিল, শার্লটে, মায়ামি, টাম্পা, অরল্যান্ডো, ওকলাহোমা সিটি, শিকাগো, ফিনিক্স, আটলান্টা, সান ফ্রান্সিসকো বে এরিয়ার থিয়েটারে দেখতে পারবেন সিনেমাটি। একইসঙ্গে যুক্তরাজ্যের লন্ডনেও মুক্তি পেয়েছে উৎসব। 

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ‘ইন্টারন্যাশনাল সার্কিটে ২০ জুন এ বছরের সবচেয়ে কঠিন ডেইটগুলোর একটা। একে তো হলিউডের সব বড় বড় ছবির লাইন লেগে আছে, সাথে যোগ হয়েছে ভারতের বড় ২ সিনেমা। এর মধ্যে মোটামুটি যুদ্ধ করে এ হলগুলো নিতে হয়েছে।’

বিদেশের মাটিতে উৎসব’র মুক্তির বিষয়টি সামাজিকমাধ্যমে নিশ্চিত করে নির্মাতা তানিম নূর বলেন, “দেশে দারুণভাবে দর্শক সমাদৃত হয়েছে ‘উৎসব’। আশা করি বাংলাদেশে যেমন সবার ভালো লেগেছে আপনাদের কাছেও তেমনি ভালো লাগবে।” 

প্রসঙ্গত, উৎসব সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে। প্রযোজনা করেছে ডোপ প্রডাকশনস ও লাফিং এলিফ্যান্ট।

একটি শিশুতোষ মালায়ালম চলচ্চিত্র বদলে দিচ্ছে ভারতের শ্রেণিকক্ষের চিরচেনা ছবি। সিনেমার শেষ দৃশ্য দেখে বাস্তব স্কুলে বদলে যাচ্ছে শিক্ষার্থীদের বসার ধরন। আশ্চর্য মনে হলেও, ঠিক এমনটাই ঘটেছে দক্ষিণ...
বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে প্রথমবারের মতো টলিউডে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তার এই নতুন যাত্রা শুরু হচ্ছে কলকাতার নির্মাতা অনিক দত্তর নতুন চলচ্চিত্র ‘যত কাণ্ড...
চেনা চেহারায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলিউডের নামজাদা পরিচালক-প্রযোজক করণ জোহরকে। গোলগাল মুখ, ভারি গড়ন—সবই এখন ইতিহাস। বিমানবন্দর থেকে রেড কার্পেট, সর্বত্রই করণের ঝরঝরে রূপ দেখে চোখ কপালে...
দক্ষিণী মেগা-তারকা কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান—অভিনেত্রী হিসেবে যেমন পরিচিত, তেমনই গায়িকা হিসেবেও তাঁর আলাদা খ্যাতি। তবে তাঁর পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলের শেষ নেই...
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম, অতিরিক্ত উপকমিশনার রওশানুল হক সৈকত, সহকারী কমিশনার গোলাম রুহানী ও মফিজুর হক পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মিয়ানমারে ভারতের বিদ্রোহী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম-ইনডিপেনডেন্টের (উলফা-আই) ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর হামলার অভিযোগ উঠেছে। আজ রোববার মিয়ানমারে অবস্থিত পূর্বাঞ্চলীয় সদরদপ্তরে চালানো...
গত বুধবার (১৩ জুলাই) উন্মোচিত হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৭ ও জেড ফ্লিপ ৭ স্মার্টফোন দুটি। তার একদিন পর, অর্থাৎ বৃহস্পতিবারই জানা যায়, চলতি বছরই একটি ট্রাই-ফোল্ড বা তিন ভাঁজ ফোন বাজারে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.