রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীতে সড়ক আটকে বিক্ষোভ করছেন চালকরা। আজ রোববার সকাল ১১ টা থেকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে এ বিক্ষোভ করেন তাঁরা।
এসব চালকদের অবরোধ সড়কে চরম যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা। স্কুলগামী শিশুরাও আতঙ্কের মধ্যে পড়ে।
চালকরা বলেন, সড়কে পুলিশসহ অনেক জায়গায় চাঁদা দিলেও অটোরিকশা চলতে দেওয়া হচ্ছে না। রাস্তায় অটোরিকশা চলতে দেয়ার একদফা দাবি তাঁদের।
সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর অলিগলিতে দাপিয়ে বেড়ানো বিপজ্জনক ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। পরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) জানায়, ঢাকা মহানগরীতে ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা বা ভ্যান এবং রংচটা, জরাজীর্ণ, লক্কড়-ঝক্কড় মোটরযান চালানো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।