সেকশন

শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
Independent Television
 

পাটগ্রাম থানায় হামলা-ভাঙচুর মামলায় তিন দিনে গ্রেপ্তার ১৪

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৬:৫২ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা-ভাঙচুর ও হাতিবান্ধা থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় হাতিবান্ধা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরনবী কাজলসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত তিন দিনে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী।

এর আগে বুধবার বিকেলে পাটগ্রামে একটি পাথরবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়। পরে রাতেই একদল দুষ্কৃতিকারী পাটগ্রাম থানায় হামলা চালিয়ে ভাঙচুর করে এবং কারাদণ্ডপ্রাপ্ত ওই দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনার পর বৃহস্পতিবার দিনভর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বৃহস্পতিবার রাতে পাটগ্রাম থানায় ২৭ জনকে শনাক্ত করে নামীয় আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। একই সময় হাতিবান্ধা থানায় ২৭ জন নামীয় ও অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার পাটগ্রামে চারজন, শুক্রবার পাটগ্রামে তিনজন, হাতিবান্ধায় দুইজন ও সর্বশেষ গতকাল শনিবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত দুই থানায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, দুষ্কৃতকারীরা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

অন্যদিকে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী জানান, পাটগ্রাম থানা অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে সেখানে উদ্ধার করতে যাওয়ার জন্য বের হলে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

এদিকে ঘটনার পর থেকে পাটগ্রামে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পাটগ্রাম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। অপর দিকে এ ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে শুক্রবার দুপুরে পাটগ্রাম উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। যদি এ ঘটনায় দলের কেউ জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মামলায় আসামি হওয়ায় পাটগ্রাম উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর মুস্তাজির চপল, যুবদল সদস্য মাহমুদ হাসানকে দল থেকে বহিস্কার করা হয়েছে।’

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, রাত ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা...
কারফিউয়ের শিথিলতার কারণে গোপালগঞ্জের রাস্তাঘাটে ও বাজারে লোকসমাগম বৃদ্ধি পেয়েছে। মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানে আসছে। সকাল হওয়ায় অন্য সময়েরে চেয়ে মানুষের উপস্থিত একটু কম মনে হয়েছে। শহরের...
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১ হাজার ৬৫৫ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। আজ শুক্রবার কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন বাদী হয়ে ১৫৫ জনের নাম উল্লেখ এবং...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের চার দিন পর জেলহক ওরফে সোহাগ (২০) নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ক্ষুদ্র মনোহরা গ্রামের পাশে ফুলজোর নদীতে কচুরিপানার মধ্যে...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আবারও হুমকি দিয়েছেন যে, ব্রিকস গ্রুপের দেশগুলো থেকে পণ্য আমদানির ওপর তিনি ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। একই সঙ্গে তিনি বলেন, যদি এই দেশগুলো প্রকৃত...
এর আগে ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিল আফগানিস্তান। ওই সময় খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের...
শুরু হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজ শনিবার সকাল শুরু হয়েছে সমাবেশের আনুষ্ঠানিকতা। পরিবেশন হচ্ছে হামদ ও নাত। মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়। 
অ্যাক্রোফোবিয়া হলো উচ্চতা বা উঁচু জায়গার প্রতি তীব্র এবং অযৌক্তিক ভয়। এটি শুধু পাহাড়, উঁচু ভবন বা ছাদে ওঠার সময় নয়, এমনকি কখনও কখনও সিঁড়ি বেয়ে ওঠার সময়ও ঘটতে পারে। এই ফোবিয়ায় আক্রান্ত ব্যক্তি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.