সেকশন

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

দীর্ঘ ৮ বছর পর চিরকুটের নতুন অ্যালবাম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০২:৫০ পিএম

দীর্ঘ ৮ বছর পর চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে চলেছে ব্যান্ড চিরকুট। চলতি মাসের শেষদিকে মুক্তি পেতে যাচ্ছে তাঁদের এই নতুন অ্যালবাম। এর আগে জানা গিয়েছিল যে আসন্ন অ্যালবামটির শিরোনাম ‘পেন্ডুলাম’, তবে এই নাম পরিবর্তন হচ্ছে। শিগগিরই এ বিষয়ে ঘোষণা দিবে চিরকুট। 

জানা গেছে, নতুন অ্যালবামে থাকছে ১০টি গান। ব্যান্ডটি তাঁদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, ‌‘সবটুকু ভালোবাসা আর আবেগ দিয়ে আমাদের সকল প্রেরণার উৎস দেশ-বিদেশে আমাদের অগণিত শ্রোতাদের জন‍্য তৈরি হয়েছে সম্পূর্ণ মৌলিক সম্পূর্ণ নতুন ১০টি গানের এ অ্যালবাম। মোট ২০টি গান তৈরি হয়েছিল। তার থেকে বেঁছে ১০টি গান নির্বাচন করেছি আপনাদের কাছে পৌঁছে দিতে। আমাদের চেষ্টার কোনো ত্রুটি আমরা রাখিনি। শতভাগ সততার সাথে নিজেদের কাজটা মন দিয়ে করার চেষ্টা করেছি।’

ব্যান্ডটির ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি বলেন, ‘অনেক যত্ন নিয়ে আমরা চতুর্থ অ্যালবামটি তৈরি করছি। দীর্ঘ বিরতির পর শ্রোতাদের জন্য অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছি, তা মনে হলে আনন্দ পাচ্ছি।’ 

চতুর্থ অ্যালবামের গানগুলো নিয়ে এই শিল্পী আরও বলেন, ‘চিরকুট আমাদের কাছে শুধু ব্যান্ড নয়, একটি পরিবার। এখন রাতদিন করে আমরা সবাই কাজ করছি। আমাদের সব পরিশ্রম শুধু ভক্তদের জন্য। তারা আমাদের কাছে সব। আশা করছি, নতুন অ্যালবামের প্রতিটি গান হৃদয় জুড়িয়ে দেবে। প্রায় গানে সমসাময়িক বিষয় তুলে আনার চেষ্টা ছিল; যা বিগত দিনে চিরকুটের গানে খুঁজে পেয়েছেন ভক্তরা। তাদের কথা মাথায় রেখে আমাদের চতুর্থ অ্যালবামের কাজ করেছি।’ 

প্রসঙ্গত, সবশেষ চিরকুট তাঁদের তৃতীয় অ্যালবাম বের করেছিল ২০১৭ সালে। অ্যালবামটির নাম ছিল ‘উধাও’। যেখানে ‘টিভি’, ‘নিয়ম বুঝি না’, ‘উধাও’, ‘তারুণ্য’, ‘কেউ জোনাক জ্বালো’, ‘কাঁটাতার’সহ মোট ছয়টি গান ছিল।

রক ব্যান্ড ‘সোলস’ তাদের ৫০ বছরের সংগীতযাত্রাকে উদযাপন করতে আয়োজন করছে বিশেষ এক আনপ্লাগড কনসার্ট। ‘সোলস আনপ্লাগড: ফিফটি ইয়ারস অব টাইমলেস মিউজিক’ শিরোনামে কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ২ মে,...
মহাকাশ অভিযানে নতুন ইতিহাস! সম্প্রতি মহাকাশ ঘুরে এলেন জনপ্রিয় গায়িকা কেটি পেরিসহ ৬ নারী। মার্কিন ধনকুবের জেফ বেজোসের প্রতিষ্ঠান ‘ব্লু অরিজিন’-এর একটি মহাকাশযানে চড়ে তাঁরা এই সফর করেছেন। অভূতপূর্ব...
পপসংগীতের জনপ্রিয় কণ্ঠ ফেরদৌস ওয়াহিদ এবার হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। উপস্থাপক হিসেবে শুরু করছেন পথচলা, অনুষ্ঠানটির নাম ‘চেনা মুখ দুঃখ সুখ’। শুরুতেই চমক—প্রথম পর্বে অতিথি হয়েছেন তারই ছেলে, জনপ্রিয়...
গাজার শিশুদের জন্য সোচ্চার হয়ে চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধের দাবি জানিয়ে ভক্তদের এই অবিস্মরণীয় মুহূর্ত উপহার দেয় গ্রিন ডে।
খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. নুরুল হক নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আড়াই টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট মেরুং...
বাছাইপর্বে নিজেদের প্রথম তিন ম্যাচ জেতা বাংলাদেশ সর্বশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বসেছে। এতে ৪ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন জ্যোতিরা। বাংলাদেশ নিজেদের শেষ...
জানা গেছে, গত ১ এপ্রিল রাত পৌনে ২টার দিকে পূর্বশত্রুতার জেরে জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার মো. রাশেদুজ্জামান রাজুর বাসার সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আলিনুর পাভেলসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন।...
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া উত্তর বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাঁদের কোটি টাকার ক্ষতি হয়েছে।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.