দীর্ঘ ৮ বছর পর চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে চলেছে ব্যান্ড চিরকুট। চলতি মাসের শেষদিকে মুক্তি পেতে যাচ্ছে তাঁদের এই নতুন অ্যালবাম। এর আগে জানা গিয়েছিল যে আসন্ন অ্যালবামটির শিরোনাম ‘পেন্ডুলাম’, তবে এই নাম পরিবর্তন হচ্ছে। শিগগিরই এ বিষয়ে ঘোষণা দিবে চিরকুট।
জানা গেছে, নতুন অ্যালবামে থাকছে ১০টি গান। ব্যান্ডটি তাঁদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, ‘সবটুকু ভালোবাসা আর আবেগ দিয়ে আমাদের সকল প্রেরণার উৎস দেশ-বিদেশে আমাদের অগণিত শ্রোতাদের জন্য তৈরি হয়েছে সম্পূর্ণ মৌলিক সম্পূর্ণ নতুন ১০টি গানের এ অ্যালবাম। মোট ২০টি গান তৈরি হয়েছিল। তার থেকে বেঁছে ১০টি গান নির্বাচন করেছি আপনাদের কাছে পৌঁছে দিতে। আমাদের চেষ্টার কোনো ত্রুটি আমরা রাখিনি। শতভাগ সততার সাথে নিজেদের কাজটা মন দিয়ে করার চেষ্টা করেছি।’
ব্যান্ডটির ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি বলেন, ‘অনেক যত্ন নিয়ে আমরা চতুর্থ অ্যালবামটি তৈরি করছি। দীর্ঘ বিরতির পর শ্রোতাদের জন্য অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছি, তা মনে হলে আনন্দ পাচ্ছি।’
চতুর্থ অ্যালবামের গানগুলো নিয়ে এই শিল্পী আরও বলেন, ‘চিরকুট আমাদের কাছে শুধু ব্যান্ড নয়, একটি পরিবার। এখন রাতদিন করে আমরা সবাই কাজ করছি। আমাদের সব পরিশ্রম শুধু ভক্তদের জন্য। তারা আমাদের কাছে সব। আশা করছি, নতুন অ্যালবামের প্রতিটি গান হৃদয় জুড়িয়ে দেবে। প্রায় গানে সমসাময়িক বিষয় তুলে আনার চেষ্টা ছিল; যা বিগত দিনে চিরকুটের গানে খুঁজে পেয়েছেন ভক্তরা। তাদের কথা মাথায় রেখে আমাদের চতুর্থ অ্যালবামের কাজ করেছি।’
প্রসঙ্গত, সবশেষ চিরকুট তাঁদের তৃতীয় অ্যালবাম বের করেছিল ২০১৭ সালে। অ্যালবামটির নাম ছিল ‘উধাও’। যেখানে ‘টিভি’, ‘নিয়ম বুঝি না’, ‘উধাও’, ‘তারুণ্য’, ‘কেউ জোনাক জ্বালো’, ‘কাঁটাতার’সহ মোট ছয়টি গান ছিল।