সেকশন

সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

চার বছরের মাথায় থেমে গেল ‘কাকতাল’

আপডেট : ১৮ মে ২০২৫, ০৩:৫০ পিএম

কাব্যিক গানের কথা আর সংগীতায়োজনে অল্পদিনের মাঝেই তরুণ প্রজন্মের হৃদয়ে জায়গা করে নেওয়া ব্যান্ড ‘কাকতাল’। কিন্তু চার বছরের মাথায় থেমে গেল তাদের যাত্রা। শনিবার ( ১৭ মে) দিবাগত রাতে সামাজিকমাধ্যমের এক পোস্টে ব্যান্ডটি তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়।

কার্যক্রম বন্ধের বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন ব্যান্ড ম্যানেজার জাভেদ হক। তিনি বলেন, ‌‌‘বিষয়টি আমিও হঠাৎ করেই শুনেছি। অন্তু (ভোকালিস্ট) ভাই মূলত মানসিক শান্তির জায়গা থেকে গান-বাজনা করেন। এখন তিনি যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছেন, সেটাই হচ্ছে।’

কাকতাল-ভক্তদের অনেকে জানতে আগ্রহী যে হঠাৎ কী হলো—এমন প্রসঙ্গে জাভেদ বললেন, ‘অনেকে যেমনটা ধারণা করছেন যে ব্যান্ড সসদ্যদের ভেতর কিছু হয়েছে কিনা! না, এমন কিছু হয়নি। আমাদের নিজেদের মধ্যে কোনো বিভেদ কিংবা এমন কিছু নেই।’

কনসার্টে কাকতাল। ছবি: ফেসবুক থেকে নেওয়া

‘আবার দেখা হলে’, ‘চাপা থাক’, ‘কিচ্ছু আজ করার নেই’, ‘গোলকধাঁধা’, ‘সোডিয়াম’সহ অনেক গান শ্রোতাদের উপহার দিয়েছে কাকতাল। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যান্ডটির পক্ষ থেকে বলা হয়, ‘প্রায় ৪ বছরের একটা দুর্দান্ত যাত্রা ছিল আমাদের, যাঁরা আমাদের শুনেছেন এবং সমর্থন করেছেন তাঁদের ধন্যবাদ। ভালোর সহিত অসাধারণ এক যাত্রা ছিল, যা আমাদের প্রত্যাশা কিংবা কল্পনারও বাইরে ছিল। আশা করি, আপনাদের স্মৃতিতেও আমরা কিছু অবদান রাখতে পেরেছি।’

কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়ে বলা হয়, ‘যাইহোক, যাত্রাটা এখানেই থামানো উচিত, কারণ শান্তি হারাতে বসেছে, অথচ সেটাই ছিল মূল উদ্দেশ্য। আশা করছি, আমরা এবং আপনারা সবাই জীবনে শান্তি খুঁজে পাব। মঙ্গল কামনা করছি।’

প্রসঙ্গত, ২০২১ সালে সংগীতে পূর্ণমাত্রায় আত্মপ্রকাশ করে ব্যান্ড কাকতাল। সদস্যরা হলেন আসিফ ইকবাল অন্তু (ভোকালিস্ট ও গিটার), নাজেম আনোয়ার (বাঁশি), ‌অ্যালেক্স জোভেন (ড্রামস ও পারকাশন), সৌম্য অনিন্দ্য ঋদ্ধ (বেস গিটার)। সর্বশেষ ব্যান্ডটি একটি অনুসেশন কনসার্ট এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে পারফর্ম করে।

ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলার বাদী ইডেন কলেজের সেই ছাত্রীর সঙ্গে কারাগারে বসেই বিয়ে করলেন গায়ক মাইনুল আহসান নোবেল। বৃহস্পতিবার (২০ জুন) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা...
দু’জনেই ছিলেন রূপালি পর্দার কিংবদন্তি। এক জন কণ্ঠের জাদুকর, আর অন্য জন অপরূপা রূপসী। প্রেম, বিচ্ছেদ, বিয়ে আর মৃত্যু—সব মিলে কিশোর কুমার ও মধুবালার জীবনের গল্প যেন এক করুণ উপন্যাস। এক সময়ে প্রেমে...
গানের জগত ছাড়িয়ে সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপন করেছেন কুঁড়েঘর ব্যান্ডের ভোকাল তাসরিফ খান। দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা বা বৈষম্যের বিরুদ্ধে নিয়মিত সরব থাকেন এই তরুণ গায়ক। নানা সময় তার...
ঈদ মানেই গান-উৎসব। ক্যাসেট-সিডি পরবর্তী সময়ে অডিও গানগুলো যেমন ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে জড়ো করা হয়, তেমনি সিনেমার গানও মুক্তি পায় একই প্ল্যাটফর্মে। কোরবানির ঈদের সংখ্যাটা এবার কম, তবে...
কর ফাঁকির অভিযোগে বেশ ক’জন তারকার ব্যাংক হিসাব জব্দ হয়েছে। সেই তালিকায় থাকা ‘নুসরাত ইয়াসমিন তিশা’ নামের একজনকে ঘিরে ছড়িয়েছে বিভ্রান্তি। অনেকে সেই নামকেই ধরে নেন নুসরাত ইমরোজ তিশা! এবার বিষয়টি...
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিতে পারে ইরান। দেশের পার্লামেন্ট ইতোমধ্যেই প্রণালীটি বন্ধ করার প্রস্তাব অনুমোদন করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখন...
রাজবাড়ীর গোয়ালন্দে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে উপ‌জেলার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতির অফিস এলাকায় এই ঘটনা ঘ‌টে। পরে খবর পেয়ে আজ সোমবার সকাল ৯টার...
ইসরায়েলের পক্ষ হয়ে সরাসরি ইরানে হামলা চালানোর পর এবার নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আজ সোমবার বিবিসির লাইভে এ তথ্য জানানো হয়।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.