ঈদুল ফিতরে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’ দর্শকদের কাঁদিয়েছে, আবেগপ্রবণ করেছে। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। এবার ঈদুল আজহার জন্য ফের একসঙ্গে কাজ করলেন তাঁরা। তাঁদের নতুন ইউটিউব ফিল্ম বা নাটকটির শিরোনাম ‘ক্ষতিপূরণ’।
এ নাটকের মাধ্যমে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী আবারও ছোট পর্দায় আসছেন। অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে দেখা যাবে তাঁকে।
নতুন কাজটির গল্প সম্পর্কে আপাতত জানাতে চাইলেন না মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তবে এতে যে বার্তা আছে সেটি বললেন তিনি, ‘কোনো মা প্রতিদানের আশায় সন্তানকে ভালোবাসে না। মায়ের মমতার কোনো মূল্য হয় না। এটাই পৃথিবীর সবচেয়ে অমূল্য বিষয়।’
গত ২ মে থেকে ৭ মে পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে ক্ষতিপূরণ’র শুটিং হয়েছে। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবালসহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ।
নাটকটিতে থাকছে একটি নতুন গান। গাওয়ার পাশাপাশি গানটির সুর-সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সম্পাদনা ও রংবিন্যাস করেছেন রাশেদ রাব্বি। ঈদুল আজহায় সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ক্ষতিপূরণ।
প্রসঙ্গত, মালাইকা চৌধুরীর প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’ মুক্তি পায় ২০২৪ সালের ২৬ ডিসেম্বর। এতে অভিনেতা ফারহান আহমেদ জোভানের বিপরীতে অভিনয় করেন তিনি। এ নাটকটিও পরিচালনা করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।