সেকশন

বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
Independent Television
 

লাইফ সাপোর্টে মা, ঢাকার মঞ্চে মোনালি ওঠার সময়ই খবর আসে চরম অবনতির

আপডেট : ১৮ মে ২০২৪, ০১:২৬ পিএম

মৃত্যুর সঙ্গে হাসপাতালের বিছানায় পাঞ্জা লড়ছেন মোনালি ঠাকুরের মা মিনতি ঠাকুর। রয়েছেন লাইফ সাপোর্টে। মাকে নিয়ে সম্প্রতি একটি আবেগঘন পোস্টও করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়।

তবে এদিন সব থেকে কাছের মানুষের এমন অবস্থার কথা সহ্য করেও তিনি কাজে অবিচল ছিলেন মোনালি! মায়ের স্বাস্থ্যের এমন আপডেট পাওয়া স্বত্বেও ঢাকায় এসে কনসার্টে গান পরিবেশন করেন। সম্পূর্ণ কনসার্ট শেষ করে তবেই তিনি দেশে ফেরেন মায়ের কাছে।

বৃহস্পতিবার (১৬ মে) কলকাতা থেকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে এক গানের অনুষ্ঠান অংশ নেন মোনালি। বিশেষ অতিথি হিসেবে গান শোনানোর কথা ছিল তাঁর। আগেই চুক্তি সেরেছিলেন গায়িকা। তাই আর না করতে পারেননি।

এদিন বাংলাদেশের একজন ব্লগারের ভিডিওতে বিষয়টি সামনে আসে। সেখানে দেখা যায়, ১৬ মে ঢাকার একটি কনসার্টে মোনালি ঠাকুর গান গাইছেন তাঁর মায়ের স্বাস্থ্যের অবনতি হওয়ার খবর পাওয়ার পরেও। আর সেখানেই তিনি তাঁর মাকে উদ্দেশ্য করে গেয়েছেন। এই কঠিন সময়ে তিনি বেছে নেন রবীন্দ্রসংগীত। মাকে উদ্দেশ্য করে গাইলেন ‘তুমি রবে নীরবে’। গাইতে গাইতে গলা বুজে আসে তাঁর। কেঁপে যায় গলা। তবুও গান থামান না তিনি।

মৃত্যুর সংবাদ জানিয়ে ১৭ মে মোনালির বড় বোন মেহুলি ফেসবুকে লেখেন, ‘শিকল ছিঁড়ে গেছে...অবশেষে কষ্টের অবসান...। বেলা ২টা বেজে ১০ মিনিটে মা স্থির হয়ে গেছে।’

অন্যদিকে, মোনালি মাকে উদ্দেশ্য করে লেখেন, ‘এই কঠিন পরিস্থিতিতে কীভাবে লড়তে হয়, তা কেন শেখাওনি তুমি। অসহায় লাগছে, কী করব বুঝতেই পারছি না। মা তুমি শান্তিতে থেকো। কিন্তু তোমাকে ছাড়া আমার জীবনটা কেমনভাবে চলবে, কোথায় রয়ে গেলাম মা আমি। এবার কী করব? আমার মা, আমার শিকড়, আমার সব তুমি।’

খুব ছোটবেলায় ঈদের আগে নিউমার্কেট থেকে আর্ট পেপার কিনে নিজ হাতে কার্ড বানাতেন সংগীত তারকা আঁখি আলমগীর। সমসাময়িক ভাই-বোন বা বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা হতো, কার তৈরি কার্ড সবচেয়ে বেশি সুন্দর হয়। দেশের...
প্রমিথিউস ব্যান্ডের গায়ক বিপ্লব। দীর্ঘদিন ধরেই তিনি আছেন সুদূর যুক্তরাষ্ট্রে। সপরিবারে থাকছেন নিউইয়র্কে। আর পেশা হিসেবে বেছে নিয়েছেন ট্যাক্সি সার্ভিসকে। সম্প্রতি একটি গণমাধ্যমে বিপ্লবের দেওয়া...
রোববার (১৬ মার্চ) সকালে বুকে তীব্র ব্যথা নিয়ে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এআর রহমান। যদিও কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতাল কতৃর্পক্ষ তাঁকে বাড়ি ফেরার ছাড়পত্র দিয়েছে। এদিকে,...
হাসপাতালে ভর্তি জনপ্রিয় সংগীত পরিচালক এআর রহমান। তীব্র বুক ব্যথাজনিত অসুস্থতায় ভুগছেন তিনি। রোববার (১৬ মার্চ) সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।
বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের...
‘ইনসাফ জিন্দাবাদ’ স্লোগান নিয়ে আগামীকাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন আরেকটি রাজনৈতিক দল। সাবেক সেনা কর্মকর্তা, সাবেক আমলারা এই দল গড়ার উদ্যোগ নিয়েছেন।
আজ থেকে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ মাঠে গড়াচ্ছে। আন্তর্জাতিক ম্যাচের এই উইন্ডোর জন্য ইউরোপের বিভিন্ন দেশের প্রথম সারির ক্লাব ফুটবল ২৮ মার্চ পর্যন্ত বিরতিতে থাকবে। তবে সেই বিরতির মাঝেই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.