মৃত্যুর সঙ্গে হাসপাতালের বিছানায় পাঞ্জা লড়ছেন মোনালি ঠাকুরের মা মিনতি ঠাকুর। রয়েছেন লাইফ সাপোর্টে। মাকে নিয়ে সম্প্রতি একটি আবেগঘন পোস্টও করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়।
তবে এদিন সব থেকে কাছের মানুষের এমন অবস্থার কথা সহ্য করেও তিনি কাজে অবিচল ছিলেন মোনালি! মায়ের স্বাস্থ্যের এমন আপডেট পাওয়া স্বত্বেও ঢাকায় এসে কনসার্টে গান পরিবেশন করেন। সম্পূর্ণ কনসার্ট শেষ করে তবেই তিনি দেশে ফেরেন মায়ের কাছে।
বৃহস্পতিবার (১৬ মে) কলকাতা থেকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে এক গানের অনুষ্ঠান অংশ নেন মোনালি। বিশেষ অতিথি হিসেবে গান শোনানোর কথা ছিল তাঁর। আগেই চুক্তি সেরেছিলেন গায়িকা। তাই আর না করতে পারেননি।
এদিন বাংলাদেশের একজন ব্লগারের ভিডিওতে বিষয়টি সামনে আসে। সেখানে দেখা যায়, ১৬ মে ঢাকার একটি কনসার্টে মোনালি ঠাকুর গান গাইছেন তাঁর মায়ের স্বাস্থ্যের অবনতি হওয়ার খবর পাওয়ার পরেও। আর সেখানেই তিনি তাঁর মাকে উদ্দেশ্য করে গেয়েছেন। এই কঠিন সময়ে তিনি বেছে নেন রবীন্দ্রসংগীত। মাকে উদ্দেশ্য করে গাইলেন ‘তুমি রবে নীরবে’। গাইতে গাইতে গলা বুজে আসে তাঁর। কেঁপে যায় গলা। তবুও গান থামান না তিনি।
মৃত্যুর সংবাদ জানিয়ে ১৭ মে মোনালির বড় বোন মেহুলি ফেসবুকে লেখেন, ‘শিকল ছিঁড়ে গেছে...অবশেষে কষ্টের অবসান...। বেলা ২টা বেজে ১০ মিনিটে মা স্থির হয়ে গেছে।’
অন্যদিকে, মোনালি মাকে উদ্দেশ্য করে লেখেন, ‘এই কঠিন পরিস্থিতিতে কীভাবে লড়তে হয়, তা কেন শেখাওনি তুমি। অসহায় লাগছে, কী করব বুঝতেই পারছি না। মা তুমি শান্তিতে থেকো। কিন্তু তোমাকে ছাড়া আমার জীবনটা কেমনভাবে চলবে, কোথায় রয়ে গেলাম মা আমি। এবার কী করব? আমার মা, আমার শিকড়, আমার সব তুমি।’