এক নরওয়েজিয়ান সমর্থক ইউরোপা লিগের সেমিফাইনালের টিকিটের জন্য পাঁচ কেজি শুঁটকি হাতবদল করেছেন। আজ বৃহস্পতিবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে টটেনহামের মুখোমুখি হবে বোদো/গ্লিমট। প্রথম লেগে ৩-১ ব্যবধানে হেরে গেলেও আজ ঘরের মাঠে খেলা বলে প্রথমবারের মতো কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে ওঠার সম্ভাবনা ভালোভাবেই আছে দলটির।
অবশ্য আজ ম্যাচের ফল যাই হোক না কেন, ইতিহাস এরই মধ্যে গড়ে ফেলেছে বোদো। এবারই প্রথম ইউরোপা লিগের সেমিফাইনালে উঠেছে ক্লাবটি। এমন ঐতিহাসিক মুহূর্তের সঙ্গী হতে চাইছেন নরওয়েজিয়ান ক্লাবের সমর্থকেরা।
কিন্তু আশমিরাহ স্তাদিওনের আসন সংখ্যা ১০ হাজারেরও কম। উয়েফার কোটা বাদে মাত্র ৪৮০টি ছিল বিক্রির জন্য। ৫০ হাজার সমর্থকের আগ্রহ পূরণে সেটা খুবই অল্প। তরবিয়র্ন এইদা সৌভাগ্যবানদের মধ্যে পড়েননি।
সেনিয়ার এক মাছের খামারের এই প্রোডাকশন ম্যানেজার তাই শেষ চেষ্টা হিসেবে একটি টিকিটের জন্য পাঁচ কেজি বকনাফিস্ক (কড মাছের শুঁটকি) দেওয়ার প্রস্তাব দেন। খুব খুব সময় রোদে শুকানো এই খাবারটি নরওয়ের মানুষের কাছে খুব লোভনীয়। পাঁচ কেজি বকনাফিস্কের দাম স্থানীয়ভাবে আড়াই হাজার ক্রাউন (২৪৩ ডলারের কাছাকাছি)।
নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান এনআরকে-র সঙ্গে কথোপকথনে এইদা বলেছেন, ‘আমরা নরওয়ের সেরা বকনাফিস্ক বানাই। এবং এটা বোদো শহরে পাওয়া যায় না। আমি তাই ভাবলাম, কেউ হয়তো এটা পেতে চাইবে।’
ওয়েস্টেইন আনেস সে সুযোগটা নিয়েছেন। ভাইয়ের জন্য একটি টিকিট কিনলেও তিনি ম্যাচ দেখতে যেতে পারবেন না। তাই সে টিকিটের বিনিময়ে পাঁচ কেজি বকনাফিস্ক নিতে রাজি হয়েছেন, ‘মজার জন্য করলাম কাজটা।’
এদিকে তরবিওয়র্ন এইদার সৌভাগ্য দেখে নতুন বুদ্ধি নিয়ে হাজির হয়েছেন নিলস এরিক অস্কাল নামের আরেক সমর্থক। তিনি এক হাজার নরওয়েজিয়ান ক্রাউন সমমূল্যের পাঁচ কেজির বলগা হরিণের মাংস দিতে চেয়েছিলেন। এবং এক ব্যক্তি তাতে রাজি হয়েছেন, ‘কেউ একজন প্রস্তাবটা নিয়েছে। খুব বেশি সময় লাগেনি।’ আর একটা টিকিটের জন্য এক হাজার ক্রাউন খসে যাওয়া নিয়ে তাঁর মন্তব্য, ‘এটা কোনো ব্যাপার না, আমি অনেক বড় কিছুর অংশ হতে যাচ্ছি।’