সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

যা আগে কেউ পারেনি, ২২তম বারে তা-ই করে দেখাল দলটি

আপডেট : ১১ জুন ২০২৫, ০৭:১০ পিএম

গতকালকের আগ পর্যন্ত আফ্রিকান কোনো দেশ ইংল্যান্ডকে হারাতে পারেনি। সব মিলিয়ে ২১ ম্যাচে আফ্রিকান দলগুলোর বিপক্ষে ইংল্যান্ডের রেকর্ড দেখার মতোই ছিল - ১৫ জয়, ৬ ড্র।
 
সেদিক থেকে দেখলে ইংল্যান্ডের নটিংহ্যামে গতকাল রাতে ইতিহাস গড়েছে সেনেগাল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে আফ্রিকার এই দেশটি। সেটাও কী, সেনেগাল এই জয়টা পেয়েছে তাদের অন্যতম সেরা তারকা সাদিও মানেকে ছাড়াই। ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের টানা অপরাজিত থাকার রেকর্ডটাও ২৪ ম্যাচে নিয়ে গেছে সেনেগাল! 

টমাস টুখেলের অধীনে নতুন স্বপ্ন দেখা ইংল্যান্ড গত শনিবার পুঁচকে অ্যান্ডোরার বিপক্ষে ঘাম ঝরিয়ে জিতেছিল মাত্র ১-০ গোলে। তবে চারদিন পরই হারের মুখ দেখলেন হ্যারি কেইনরা, টুখেলের অধীনে চতুর্থ ম্যাচে প্রথম হার তাদের। 

অ্যান্ডোরার বিপক্ষে ম্যাচ থেকে ১০টি পরিবর্তন নিয়ে গতকাল মাঠে নামে ইংল্যান্ড। নটিংহ্যামের সিটি গ্রাউন্ডে প্রথমার্ধের সপ্তম মিনিটেই স্বাগতিকদের এগিয়ে নেন হ্যারি কেইন। তবে ৪০তম মিনিটে ইসমাইলা সারের গোলে ম্যাচে সমতায় ফেরে সেনেগাল। দ্বিতীয়ার্ধে ৬২তম মিনিটে হাবিব দিয়ারার গোলে সেনেগালিজরা এগিয়ে যায় ২-১ ব্যবধানে।

ম্যাচে ফিরতে মরিয়া ইংল্যান্ড চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। জুড বেলিংহাম ৮৪ মিনিটে বল জালে জড়ালেও হ্যান্ডবলের অভিযোগে তা বাতিল করে ভিএআর। উল্টো ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে চিখ সাবালি ইংল্যান্ডের জালে শেষ পেরেক ঠুকে দেন।

৩-১ ব্যবধানে হারের পরও ইংলিশ কোচ থমাস টুখেল চিন্তিত নন। সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘হতাশাজনক ফলাফল, কিন্তু ফলাফলের দিক থেকে আমরা হয়তো আরও বেশি কিছু প্রাপ্য ছিলাম।’

তবে ইংলিশ তারকা হ্যারি কেইন ম্যাচ শেষে আইটিভিকে বলেছেন ভিন্ন কথা। নিজেদের আক্রমণাত্মক স্বভাব হারিয়ে ফেলেছেন জানিয়ে কেইন বলেন, ‘যথেষ্ট ভালো ছিল না। আমাদের কিছু মুহূর্ত ছিল, কিন্তু বলের সাথে এবং বলের বাইরে সবকিছু ঠিকঠাক হচ্ছিল না, আমরা সঠিক গতি খুঁজে পাইনি। আমরা আমাদের সেই আক্রমণাত্মক স্বভাব হারিয়ে ফেলেছি।’

ক্রীড়াঙ্গনে আজ একাধিক বড় ইভেন্ট আছে। একদিকে ক্লাব বিশ্বকাপের ফাইনাল, অন্যদিকে উইম্বলডনে ছেলেদের এককের শিরোপা নির্ধারণী ম্যাচও আজ। আবার শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিও মাঠে গড়াবে...
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে গতকাল ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে চেলসি। টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে আজ রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি। আজকের ম্যাচে যে-ই...
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আজ। সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হারার পর দ্বিতীয় ম্যাচে ১৬ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। জমে ওঠা সিরিজ এখন ১-১ সমতায়। আজ পাল্লেকেলেতে নির্ধারিত হবে...
ওদিকে শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারের পর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে বসেছে বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি হবেন শান্তরা। সিরিজে টিকে থাকতে এ ম্যাচে...
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু এখন নানা কারণে বিভাজন তৈরি হয়েছে। এক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.