বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আজ। এর আগে গলে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছে। দ্বিতীয় ম্যাচের ভেন্যু কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড। দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।
ফিফা ক্লাব বিশ্বকাপে সকালে এসপেরান্সের মুখোমুখি হয়েছে চেলসি। আরেক ম্যাচে লস অ্যাঞ্জেলসের বিপক্ষে লড়ছে ফ্লামেঙ্গো। রাতে নামবে ডর্টমুন্ড, ফ্লুমিনেন্সের মতো ক্লাবগুলো।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
কলম্বো টেস্ট-১ম দিন
বাংলাদেশ-শ্রীলঙ্কা
সকাল ১০.৩০ মিনিট, টি স্পোর্টস
ফুটবল
ফিফা ক্লাব বিশ্বকাপ
এলএ এফসি-ফ্লামেঙ্গো
সকাল ৭টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
এসপেরান্সে-চেলসি
সকাল ৭টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
ডর্টমুন্ড-উলসান
রাত ১টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
মামেলোদি-ফ্লুমিনেন্স
রাত ১টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ