‘সবার মুখে হাসি ফুটুক’ এই স্নোগানকে সামনে রেখে দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ্য মানুষের মানুষের মাঝে শীতকালীন উপহার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দ্বীপ ফাউন্ডেশনের সিইও ফয়সাল আহাম্মেদ দ্বীপ। এসময় তিনি দ্বীপ ফাউন্ডেশনের বিগত দিনের কার্য্যক্রম তুলে ধরে বলেন, ‘অরাজনৈতিক অলাভজনক সামাজিক এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে সমাজের মানুষের কল্যাণে কাজ করে আসছে, আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
এছাড়া তিনি ২০২৫-২০২৬ সালের জন্য প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ঘোষণা করেন। পরে সবার মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিরা।
গত ১৩ জানুয়ারি বামইল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে স্কুল শিক্ষক মহি উদ্দিন লিটনের পরিচালনায় সমাজ সেবক লুৎফর রহমানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন দ্বীপ ফাউন্ডেশনের কো অর্ডিনেটর ফেরদৌস আহম্মেদ চৌধুরী, প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবারক হোসেন, বিশেষ অতিথি ছিলেন সময় টেলিভিশনের ইতালী প্রতিনিধি মাকসুদ রহমান, সাইফুল ইসলাম রাজা, সাংবাদিক শাহ ইমরান, রফিকুল ইসলাম, ফয়েজ আহম্মেদ, মাহবুব মিয়া, নিজাম উদ্দিনসহ অন্যান্যরা।