সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
Independent Television
 

নাজিরপুরে মাদরাসার সরকারি বই বিক্রির সময় ধরল স্থানীয়রা 

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১১:০৭ পিএম

পিরোজপুরের নাজিরপুরে অবৈধভাবে একটি মাদরাসার সরকারি বই বিক্রির সময়ে স্থানীয়দের হাতে দেড় টন বই, পরীক্ষার খাতা, পাচঁটি টিউওবয়েলের মাথাসহ স্থানীয় একটি ব্রিজের এঙ্গেল ধরা পড়েছে। বিক্রি হওয়া বইসহ মালামাল জব্দ করে স্থানীয়রা।

শুক্রবার দুপুরে মাদরাসা মাঠে স্থানীয় জনতার সামনে জব্দকৃত বইসহ মালামাল পুলিশ হেফজাতে রাখা হয়। এসব বই উপজেলার দেউেলবাড়ী দোবড়া ইউনিয়নের বিল ডুমুরিয়া নেছারিয়া সিনিয়র (আলিম) বালিকা মাদরাসার।

জানা যায়, মাদরাসাটির অধ্যক্ষ মো. একে এম ফজলুল হক অবৈধভাবে বইসহ মালামাল বিক্রির জন্য চতুর্থ শ্রেণির কর্মচারী নুরুল হককে বলেন। অধ্যক্ষের নির্দেশ অনুযায়ী দপ্তরি নুরুল হক স্থানীয় এক ভাঙাড়ি ক্রেতা মামুনের কাছে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাদরাসার ১৫শত কেজি বই বিক্রি করে দেন। তার সঙ্গে টিওবয়েলের মাথা ও ব্রিজের এঙ্গেলও বিক্রি করেন।

সরেজমিনে দেখা গেছে, ওই পুরাতন বইয়ের সঙ্গে ২৫ সালের নতুন বইও আছে। পুরাতন বইয়ের মধ্যে ২১, ২২, ২৩, ২৪ সালের বইয়ের ব্যান্ডিল এখনো খোলা হয়নি। স্থানীয়দের অভিযোগ চাহিদার চেয়েও বেশি বই সংগ্রহ থাকলেও ওই অধ্যক্ষ শিক্ষার্থীদের কোনো বই দিতেন না।

রাতে বই বিক্রি করতে দেখা নান্না মিয়া বলেন, ‘রাত ১০টার দিকে সুপারের কথা বলে বই বিক্রি করেছেন মাদরাসার দপ্তরি নুরুল হক।’
মোমেন ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘গতকাল রাত সাড়ে ৯টার দিকে বরিশাল থেকে বাড়িতে আসি। দেখি একটি ট্রালারে বই রাখা, উপরেও আছে। কিছুক্ষণ পরে দেখি ট্রলারটি ছেড়ে গেছে। দপ্তরিকে জিজ্ঞেস করলে বলেন, কিছু বই বিক্রি করেছি ১৫ টাকা কেজি দরে।’

মাদরাসার দপ্তরি নুরুল হক বলেন, ‘প্রিন্সিপাল হুজুর দরদাম করেছেন। আমাকে বলেছে মাইপা দিতে। দুটি চাবি রুমের একটা শরীফ ও আর একটা অফিস সহকারীর কাছে। শরিফ ভাই আসতে দেরি হওয়ায় আমি মাদরাসার চাবি এনে বই বের করে দিই। বই, খাতা, সাদা কাগজ ও লোহা পঁচিশ হাজার তিনশত টাকায় বিক্রি করি।’

মাদরাসার অধ্যক্ষ মো. একে এম ফজলুল হক বলেন, ‘বইগুলো পুরাতন। কিছু বই বন্যার পানিতে ভেজা আছে, ছাত্রীদের ফেরত দেওয়া। আমাদের পরীক্ষার খাতাও আছে। এগুলো বিক্রির জন্য বলেছি। এ বছরের অল্প কয়ডা বই পেয়েছি। এগুলো সব প্রতিষ্ঠান বিক্রি করে। তারপর কী হইছে আমি বলতে পারি না। পরে থাকা টিওবয়েল বিক্রির জন্য বলেছি। ২০২৫ সালের অল্প কয়ডা বই পাইছি, এটা বিক্রির ব্যাপারে আমি কিছু জানি না। ইউএনও স্যার ও ম্যাধমিক অফিসারের সঙ্গে কথা বলেছি যে, স্যার আমি অনুমতি ছাড়া বই বিক্রি করেছি। আমাকে ক্ষমা করে দেন।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম বলেন, ‘সকালে আমার কাছে খবরটা পৌঁছে। অধ্যক্ষকে ফোনকলে প্রশ্ন করলে বলেছেন, পুরান খাতাপত্র, একটা কলের মাথা আর কয়টা পুরান বই বিক্রি করছেন। তিনি সরকারি কোনো বই বিক্রি করতে পারেন না। অতিরিক্ত বই থাকলে সেটা উপজেলায় জমা দেওয়ার নিয়ম। বিক্রি করতে চাইলে কমিটি সিদ্ধান্ত নিয়ে বিক্রি করতে হবে। বিক্রির সকল টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বই ক্রেতা মামুন বলেন, ‘আমাকে প্রিন্সিপাল হুজুর ফোনকল দিয়ে বলেছেন, কিছু পুরান বই আছে। ১২-১৪ কেজি মাল হবে। পাচঁটি কল কিনছি ৫০ টাকা কেজি ধরে। মোট দাম হয়েছে ২৫ হাজার ৩শত টাকা।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ বলেন, ‘বিনা অনুমতিতে পাঠ্যপুস্তকসহ কিছু মালামাল বিক্রির অভিযোগ এসেছে। অভিযোগটা তদন্ত করার জন্য থানা পুলিশকে বলেছি। থানা পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।’

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, এ বিষয়ে বৈঠাকাটা তদন্তকেন্দ্রের অফিসার গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. আমির হোসেন শামীম (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ঝটিকা মিছিল বের করার দায়ে চাঁদপুরের শাহরাস্তিতে দলটির চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে,...
মাগুরা সদর উপজেলার সাবেক ছাত্রদল নেতা আবু তাহের সবুজের বাড়িতে যৌথবাহিনী অভিযানে চালানোয় ক্ষুব্ধ হয়ে একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় তাঁকে আটক করা হয়েছে। আটকের পর তাঁর বাড়িতে যৌথবাহিনী অভিযান...
ক্ষতিকর গুল্ম জাতীয় উদ্ভিদ পার্থেনিয়াম নিধনে মাঠে নেমেছে যশোরের প্রশাসন। ইনডিপেনডেন্ট টেলিভিশনে মানব ও প্রাণীদেহের পাশাপাশি ফসল উৎপাদনে পার্থেনিয়ামের বিরুপ প্রভাব নিয়ে প্রতিবেদন প্রকাশের পর এ...
ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেয়ার্জ। আজ মঙ্গলবার পার্লামেন্টে কথা বলার সময় মেয়ার্জ বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যে যুদ্ধ চলছে, সেখানে...
লঙ্কানদের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে আজ বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স জানিয়ে দিয়েছেন শান্ত ঠিক আছেন। 
যুক্তরাষ্ট্র ও ইউএইসহ বিশ্বের ৪৫টি দেশে ইমিগ্রেন্ট ভিসা বিষয়ক পরামর্শ সেবা দেবে ভিএফএস গ্লোবাল। বাংলাদেশে ইমিগ্রেশন বিষয়ক পরামর্শ সেবা দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ রায়াদ গ্রুপের সাথে যৌথভাবে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.