কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। গতকাল বুধবার কুমিল্লার লাকসাম উপজেলায় দোগাইয়া এলাকায় পিকআপ ভ্যান পুকুরে পড়ে এক কিশোর, লালমাই হরিশ্চর চৌরাস্তায় রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. সামছুল হক (৮২) ও সদর উপজেলায় পাঁচথুবী এলাকায় মাটিবাহী ট্রাকের চাপায় মো. ইমান হোসেন (২৫) নিহত হয়েছেন।
লাকসামার দোগাইয়া এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে লাকসামের দোগাইয়া এলাকায় একটি পিকআপ ৫ থেকে ৬ জন মানুষ বহন করে যাওয়ার সময় রাস্তার পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। আশপাশের লোকজন ছুটে এসে পিকআপ ও আহতদের উদ্ধার করে। এ সময় এক কিশোরের মরদেহও উদ্ধার করে এলাকাবাসী। এখনও তাঁর পরিচয় পাওয়া যায়নি। তাঁর বাড়ি পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার তুগুরিয়ায় বলে এলাকার লোকজন জানান। আহত অপর চারজনকে লাকসামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নে মাটিবাহী ট্রাকের চাপায় মো. ইমান হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে ইউনিয়নের উত্তর বাগবের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমান হোসেন ওই ইউনিয়নের উত্তর রাচিয়া চরুর বাড়ির বাসিন্দা মো. মোতাহের মিয়ার বড় ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ইমান হোসেন রাস্তা পার হওয়ার সময় একটি মাটিবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পেরেছি মোটরসাইকেল আরোহী ইমান হোসেন একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।’
অন্যদিকে কুমিল্লার লালমাই উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের হরিশ্চর চৌরাস্তায় রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. সামছুল হক (৮২) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে লাকসাম জেনারেল হাসপাতালে, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত সামছুল হক উপজেলার বাকই উত্তর ইউনিয়নের রসুলপুর গ্রামের প্রবাসী লুৎফু আলীর বাবা। বর্তমানে ছেলের বাড়ি জগতপুর গ্রামে তিনি বসবাস করতেন।
জানা যায়, নিহত সামছুল হক পশ্চিম দিক থেকে পূর্ব পাশে রাস্তা পারাপারের সময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা অটোরিকশা তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে ওই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। পরে চৌরাস্তার ব্যবসায়ীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী হরিশ্চর চৌরাস্তা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সামছুল আরেফিন শাহীন বলেন, অটোরিকশার ধাক্কার পর গুরুতর আহত লোকটিকে আমি হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই, সেখানে আরও বেশি অবনতি হলে ঢাকা পাঠাতে বলে। ঢাকা নেওয়ার পথে মারা যান ওই ব্যক্তি।
লালমাই ক্রসিং হাইওয়ে থানা পুলিশ ইনচার্জ মো. মোবারক হোসেন ভূইয়া বলেন, সড়ক দুর্ঘটনার কোনো তথ্য আপাতত নেই। তথ্য পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।