নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে এক পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে মো. আবুল হোসেন রাফি (১৯) নামে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ব্যাল্লা কোট্টা চাঁন মিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই ইমাম উদ্দিন জহির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাফি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
নিহত রাফি অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর গ্রামের মো. আজাদের ছেলে এবং স্থানীয় ছাত্রদলের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিকেলে সুলতানা সোলাইমান উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধুসহ ফুটবল খেলছিলেন রাফি। খেলার একপর্যায়ে রুমন নামে এক বন্ধুর ঠোঁট কেটে গেলে, তাঁকে স্থানীয় পল্লী চিকিৎসক মো. শাহীনের (৬০) কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ওই সময় শাহীন চা দোকানে বসে ছিলেন। তিনি চিকিৎসা দিতে অস্বীকৃতি জানালে রাফির সঙ্গে বাগবিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। এক পর্যায়ে শাহীন দোকানে থাকা ছুরি দিয়ে রাফির গলায় আঘাত করেন। পরে স্থানীয়রা রাফিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।