সেকশন

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
Independent Television
 

হাত দিতেই উঠে এল সড়কের কার্পেটিং, কাজ বন্ধ করে দিলেন হাসনাত

আপডেট : ২৩ জুন ২০২৫, ১০:১৯ পিএম

কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর থেকে সুবিল ইউনিয়নের বুড়িরপাড় বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের কাজ পান ‘মেসার্স আরতার অ্যান্ড ইয়েস্টেড ইন্টারন্যাশনাল’ কোং লিমিটেড। এটির নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় দুই কোটি টাকা। এরপর নির্মাণসামগ্রীর ব্যয় বেড়ে যাওয়ায় প্রায় চার বছর কাজটি মেকাডন করার পর ঢালাই করা হয়নি। সোমবার দুপুরে এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পর রাস্তাটি পরিদর্শনে আসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এসময় তিনি রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রীর ব্যবহার দেখতে পান। এরপর তিনি ওই সড়কের নির্মাণকাজ বন্ধ করে দেন। 

সরেজমিন দেখা যায়, হাসনাত নিজেই ওই রাস্তার তিন-চার দিন আগে কাজ করা পিচ ঢালাইয়ের বিভিন্ন অংশ হাতের টানেই তুলে ফেলছেন। এরপর ঢালাইয়ের নিচে কোনো খোয়া, বিটুমিন পিচ দেখা যায়নি। লাল রঙের মাটির ওপর ঢালাই দেখা যায়নি। পরে তিনি সংশ্লিষ্ট ঠিকাদার ও উপজেলা প্রকৌশলীকে ডেকে কাজ বন্ধ রাখতে বলেন।
 
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের আব্দুল্লাহপুর থেকে বুড়িরপাড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কের দরপত্র দেওয়া হয়। এর নির্মাণ ব্যয় ধরা হয় ২ কোটি টাকার চেয়েও বেশি। এই কাজের ঠিকাদার সাবেক আওয়ামী লীগ নেতা ও সুবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবু তাহের।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে রাস্তাটি টেকসই হবে না এবং অল্প দিনের মধ্যেই ভেঙে যেতে পারে। স্থানীয়রা রাস্তার কাজ বন্ধ করে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এই ধরনের অনিয়ম বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

আব্দুল্লাহপুরের বাসিন্দা আব্দুস সালাম ও অলিউল্লাহ খান জানান, চেয়ারম্যান আবু তাহের আওয়ামী লীগের সময় সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলের একান্ত ঘনিষ্ঠ সহচর ছিলেন। এছাড়াও তিনি দেবিদ্বার পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম শামীমের মামা। এ দুই পরিচয়ের প্রভাবে দেবিদ্বারের অধিকাংশ সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন। 

অনিয়মের অভিযোগে এ প্রকল্পের ঠিকাদার আবু তাহের বলেন, ‘আমি কাজ করছি, এটা বুঝে নিবে উপজেলা ইঞ্জিনিয়ার। আমি এসব বুঝি না। তবে কোনো সমস্যা হলে আমার লোক আছে ঠিক করে দিবে।’

একপর্যায়ে নিম্নমানের কাজ হয়েছে স্বীকার করে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘সরি, আমি এটি ঠিক করে দেব।’
    
কুমিল্লার দেবিদ্বারের সন্তান এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সুবিল ইউনিয়নের আব্দুল্লাহপুর থেকে বুড়িরপাড় বাজার পর্যন্ত সড়কের কিছু বাজেট আগে এসেছে, পরে বর্তমান সরকার আরও কিছু বাজেট দিয়েছে। এলাকার গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে এলাকায় এসে দেখি গত তিন-চার আগের পিচ ঢালাই হাতের টানে চলে আসছে। ঢালাইয়ে পর্যাপ্ত বিটুমিন ব্যবহার করা হয়নি। নিচে কোনো খোয়া নেই, মাটির ওপর পিচ ঢালাই করা হয়েছে। উপজেলা প্রকৌশলীকে ডেকে দেখানো হয়েছে। তিনি সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলেছেন। কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।’

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘জনগণের টাকা যেন সঠিক ব্যবহার হয়। একটা টাকাও যেন কারও পকেটে না ঢুকে এটা হচ্ছে কথা। সরকার যে টাকা দিবে মানুষের শ্রম ঘামের টাকা, ট্যাক্সের টাকা এটা দিয়ে রাস্তা হবে। এ রাস্তা দিয়ে মানুষ হাঁটবে, এক টাকা কোনোভাবে অপচয় করতে দেব না।’ 

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার বলেন, ‘আমি নিজে রাস্তায় ঘুরে দেখেছি, রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। আমি সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হাসনাত আব্দুল্লাহকে জানিয়েছি। আপাতত ওই রাস্তার কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।’

কুমিল্লায় টানা ভারী বৃষ্টিপাত ও ভারতীয় পাহাড়ি ঢলে গোমতী নদীর পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। প্রতি ঘণ্টার প্রায় ১০ সেন্টিমিটার করে বাড়ছে গোমতী নদীর পানি। এই নদীর পানির স্তর বিপৎসীমা...
কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরাবাজার থানার করইবাড়ি এলাকায় গণপিটুনিতে মা-ছেলে-মেয়েকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আটজন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার কুমিল্লার ১১ নম্বর আমলি আদালতের...
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জৈষ্ঠ্যপুরা এলাকা থেকে একটি মিনিবাস চুরি করে ঢাকায় নেওয়া সময় হাইওয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এক চালক। আজ মঙ্গলবার ভোরে জরুরি সেবা ৯৯৯ নম্বরের একটি ফোন কলের সূত্র...
কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরাবাজার এলাকায় গণপিটুনিতে মা, মেয়ে ও ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮ আসামির মধ্যে ৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তার অপরজন মামলার এজহারনামীয় ৩...
নরসিংদীতে নিখোঁজের ২০ দিন পর রমজান মিয়া (৩২) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে মাধবদী থানার কবিরাজপুর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.