দর্শকপ্রিয় ‘তারে জামিন পার’ ছবিতে ‘নিকুম্ভ স্যার’ চরিত্রটি ছিল এক আদর্শবান ব্যক্তিত্বের। সহজেই ছোটদের সঙ্গে মিশে যাওয়া, তাদের মন বুঝে পড়ানো, কেউ পিছিয়ে পড়লে তার হাত ধরা—এমন মানবিকতা সম্পন্ন। অনুরাগীরা ধারণা করেছিলেন, আসন্ন ‘সিতারে জামিন পার’ ছবিতেও মিস্টার পারফেকশনিস্টকে ঠিক সেই রকম চরিত্রেই দেখা যাবে। তবে অভিনেতা যে তথ্য দিয়েছেন, তা একটু অবাক হওয়ার মতোই!
সিতারে জামিন পর-এ নাকি আমির খানের এমন একটা চরিত্র হবে, যাকে মানুষ কোনোভাবেই ভালবাসতে পারবেন না। ভীষণ উদ্ভট একটা চরিত্র! রাজনৈতিকভাবে একেবারেই ভুল, অনৈতিক এবং সবার সঙ্গে খারাপ ব্যবহার করে—এমন একটা চরিত্র হবে!
আমির খানের কথায়, ‘এই ছবিতে আমার চরিত্রের নাম গুলশান, কিন্তু তার ব্যক্তিত্ব নিকুম্ভের ঠিক বিপরীত। সে একদমই সংবেদনশীল নয়। সে খুব অভদ্র, রাজনৈতিকভাবে বেঠিক এবং সবাইকে অপমান করে। সে তার স্ত্রী, মায়ের সঙ্গে ঝগড়া করে। সে একজন বাস্কেটবল কোচ এবং সে তার সিনিয়র কোচকে মারধর করে। অনেক অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত ব্যক্তি এবং গল্পটি হলো কীভাবে সে ছবির সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। কীভাবে এক ধরনের মানুষ তাকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দেয়, সেটা নিয়েই গল্প।’
তবে এই ছবিতে আমিরের উপস্থাপনার ভঙ্গি হবে একেবারে আলাদা। অভিনেতা বলেন, ‘আমি একটি ছবিতে কাজ করছি (সিতারে জামিন পার), যা প্রায় প্রস্তুত। এটি তারে জামিন পার-এর সিক্যুয়েল। বিষয়ভাবনার দিক দিয়ে, এটি দশ ধাপ এগিয়ে। এটি এমন মানুষদের সম্পর্কে যারা ভিন্নভাবে সক্ষম। এটি প্রেম, বন্ধুত্ব ও জীবনের কথা।’
যোগ আরও বলেন, ‘তারে জামিন পার আপনাকে কাঁদিয়েছিল, কিন্তু এই ছবি আপনাকে হাসাবে। এই ছবির থিমে কমেডি রয়েছে।’
প্রসঙ্গত, সিতারে জামিন পার-এ দেখা যাবে দর্শিল সাফারি ও জেনেলিয়া ডিসুজাকে। আনুষ্ঠানিকভাবে সিনেমাটির মুক্তি ২০২৩ সালের অক্টোবরে ঘোষণা করা হয়েছিল, কিন্তু এখনও তা নিশ্চিত নয়।
সূত্র: পিঙ্কভিলা