বলিউডের কমেডি ছবির তালিকা যদি প্রকাশ হয় তাহলে প্রথম দিকেই থাকবে ‘গোলমাল’ ছবির নাম। মানুষকে অনাবিল আনন্দে বারবার ভাসিয়েছেন এই ছবির কলাকুশলীরা। প্রতিবার ছবিতে অন্যরা পাল্টে গেলেও পাল্টান না অজয় দেবগন।
এবার রোহিত শেট্টির সঙ্গে ১৪ তম বার জুটি বাঁধতে চলেছেন তিনি। তৈরি হতে চলেছে ‘গোলমাল ৫’। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে ছবির শুটিং শুরু হবে।
বর্তমানে পরিচালক রোহিত শেট্টি ব্যস্ত আছেন জন আব্রাহাম অভিনীত ‘রাকেশ মারিয়া’ বায়োপিকের কাজ নিয়ে, যা এই বছরের শেষ নাগাদ শেষ হওয়ার কথা। এরপরই তিনি গোলমাল ৫ এর প্রস্তুতি নেবেন।
জানা গেছে. গোলমাল ৫ এর চিত্রনাট্য ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নতুন একজন লেখক এই পর্বের গল্প রচনা করেছেন। ছবির প্রধান চরিত্রে থাকবেন অজয় দেবগন, আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, কুণাল খেমু, শ্রেয়স তালপড়ে ও জনি লিভার। তবে পার্শ্ব চরিত্র ও নায়িকা সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
গোলমাল সিরিজের পূর্ববর্তী পর্বগুলো মুক্তি পেয়েছিল যথাক্রমে ২০০৬, ২০০৮, ২০১০ ও ২০১৭ সালে। প্রায় ১০ বছরের অপেক্ষার পর ভক্তরা পাচ্ছেন নতুন হাসির নতুন ঢেউ।