সেকশন

শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
Independent Television
 

অপরাধের অপর পিঠে অনুশোচনার এক গল্প!

সিনেমাটি দেখে আফসোস বা ক্ষোভ—যে সুরেই বাজুক না কেন দর্শকের মন, প্রতি মুহূর্তে দায়িত্ববোধের কথাই মনে করিয়ে দেন নির্মাতা। যেখানে মিশে আছে কিছু আবেগ।

 

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১০:১৪ পিএম

দাগি চলচ্চিত্রের দৃশ্যে আফরান নিশো। ছবি: চরকি

মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায়, যাবতীয় অপরাধের জন্য ক্ষমাপ্রার্থী এবং অনুতপ্তকারীকে ক্ষমা করা—ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’তে এসব বিষয়ের অবতারণা করেছেন নির্মাতা শিহাব শাহীন। সিনেমাটি দেখলে মনে হয় যে, অপরাধের অপর পিঠে তিনি এক ‘অনুশোচনা বা মায়ার গল্প’ বুনতে চেয়েছেন।

দাগি’র শুরুটা একজন ১৪ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির আকস্মিক মুক্তি পাওয়ার মধ্যদিয়ে। দিনটি বিজয় দিবস। কারাগার থেকে মুক্তি পায় অনেক বছর আগের এক চাঞ্চল্যকর হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি, যার নাম ‘নিশান’। ভালো কাজের উপহার স্বরূপ নির্ধারিত কারাভোগের আগেই কারা অধিদপ্তর তার সাজা মওকুফ করেছে। কিন্তু নিজের এলাকায় নিশান এক ত্রাস! তার আকস্মিক মুক্তিতে গোটা এলাকা অবাক! কিছুটা ভীতসন্ত্রস্তও বটে। এমনকি নিশানের ছাড়া পাওয়ার বিষয়টি তার বাবা-মায়ের কাছেও অবিশ্বাস্য! সিনেমাটিতে এমনই এক ‌‘দাগি’র আখ্যান চিত্রায়িত করেছেন নির্মাতা।

দুনিয়া বিপৎসংকুল, এক অপরাধ আরেক অপরাধকে ডেকে আনে!—কারাগার থেকে মুক্তির সময় তাই কিনা নিশানকে একজন সাবধান করে দেয় এই বলে যে—‘জেলের দাগ একবার যার লাগছে সেই দাগি, সারাটা জীবন!’ 

দাগি’র একটি দৃশ্যে তমা মির্জা। ছবি: চরকি

অর্থাৎ জেল থেকে মুক্তি পাওয়াই শেষ কথা নয়! বরং নিশানকে সামনে আরও বেশ জটিল জীবনের মুখোমুখি হতে হচ্ছে! পর্দায় সেসব পরিস্থিতিই নাটকীয়ভাবে ফুটে উঠে।

লাল না হয়ে নীল হলো ক্যান! 
এ সিনেমায় কিছু মুহূর্ত রয়েছে, যেখানে দর্শকরা আফসোস করতে পারেন! অর্ণবের গানের সুরে বলতে পারেন, ‘হোক কলরব ফুলগুলো সব / লাল না হয়ে নীল হলো ক্যান?’ অর্থাৎ একটি ঘটনা এমন না হয়ে ‘অমন’ হলেই নিশানের জীবন হতো সুন্দর, নির্ঝঞ্ঝাট! সিনেমাটি দেখে দর্শকরা যেমন একদিকে আফসোসের সুরে ভাসতে পারেন, অন্যদিকে আবার তীব্র ক্ষোভেও ফেটে পড়তে পারেন! তবে আফসোস বা ক্ষোভ—যে সুরেই বাজুক না কেন দর্শকের মন, প্রতি মুহূর্তে দায়িত্ববোধের কথাই মনে করিয়ে দেন নির্মাতা। যেখানে মিশে আছে কিছু আবেগ।

সংলাপে ছুঁয়ে দিল মন
দাগিতে দর্শকের মন ছুঁয়ে যেতে পারে বেশ কিছু সংলাপে। যেগুলো কখনও ভাবায়, আবার কখনও হাসায়। যেমন, ‘জেলের দাগ একবার যার লাগছে সেই দাগি, সারাটা জীবন!’, ‘অপরাধবোধের একটা পাথর না বুকের ভিতর চাপ দিয়ে ধরে রাখে!’, ‘কুত্তামারা হ্যান্ডসাম’ কিংবা ‘ক্ষমা চাইতে সাহস লাগে, অনেক ক্ষমতাশালীর পতন হইছে ক্ষমা চায় নাই বইলা’।

দাগি চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা। ছবি: চরকি

রোমান্সের লাল-নীল ঘুড়ি
পর্দায় প্রেম-ভালোবাসার গল্প বলায় জুড়ি মেলা ভার নির্মাতা শিহাব শাহীনের। দাগি চলচ্চিত্রেও সেই ছাপ স্পষ্টভাবেই উপস্থিত। বলতে গেলে, নাটাই নিজের হাতে রেখে রোমান্সের লাল-নীল ঘুড়ি উড়িয়েছেন নির্মাতা!

সম্পর্কের জটিল সমীকরণ
সিনেমাজুড়ে রয়েছে বেশকিছু চরিত্রের উপস্থাপন, যারা একে অন্যের সঙ্গে সম্পৃক্ত। গল্পটি সম্পর্কের এক জটিল সমীকরণে গাঁথা।

উপরে উল্লেখিত এমন নানা বিষয় নজর কাড়ে দাগিতে। আর গল্পটিও সরলরৈখিক নয়, মানে একসঙ্গে নানাদিকে আলো ফেলেছেন নির্মাতা। ফলে গল্পের একদিকে হেলে পড়া যায় না!

একটি দৃশ্যে সুনেরাহ। ছবি: চরকি

এ সিনেমায় দাগি নিশানের ভূমিকায় রয়েছেন আফরান নিশো। পর্দায় তাঁকে বেশ কয়েকটি লুকে দেখা যায়, সিনেপ্রেমী কিংবা অভিনেতার ভক্তদের মনে যা ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম। এমন দুর্দান্ত উপস্থাপন নির্মাতা শিহাব শাহীনের মুনশিয়ানাও বটে। তবে এক-দুটো দৃশ্যে সংলাপ বলার ক্ষেত্রে আফরান নিশোর স্বকীয় বাচনভঙ্গি প্রকাশ পায়, যার সঙ্গে দর্শকরা আগে থেকেই পরিচিত! এই ‘মুদ্রাদোষ’ ব্যতীত গোটা সিনেমায় আফরান নিশো অনবদ্য।

নিশানের প্রেমিকা জেরিন চরিত্রে রয়েছেন তমা মির্জা। এক কথায় তিনিও স্বতঃস্ফূর্ত। আবার ঘটনাচক্রে ‘লিখন’ নামের অন্য একটি মেয়ের সঙ্গেও নিশানের পরিচয় ঘটে। সেই লিখন চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। এই চরিত্রে যতটা অভিনয়ের অবকাশ রয়েছে, সেটা পুরোমাত্রাই কাজে লাগিয়েছেন তিনি। অন্যদিকে, ‘রবি’ নামের দুর্ধর্ষ এক চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। বিরতি শেষে সিনেমাটি জমিয়ে দেন তিনি। এ ছাড়া অন্যান্য ভূমিকায় শহীদ্দুজামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, মনোজ প্রামাণিক, এ কে আজাদ সেতু, রাজীব সালেহীনসহ সবাই পরিমিতবোধ নিয়ে স্বতঃস্ফূর্ত অভিনয় করেছেন।

দাগি’র আবহসংগীত আর গানগুলোও দৃশ্যের সঙ্গে মানানসই। দর্শকের মাঝে আলাদা এক অনুভূতি ছড়িয়ে যায়। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিংসহ অন্যান্য বিষয়াদিও সাবলীল। 

রেটিং: ৪.১০ / ৫.০০

পরিচালক: শিহাব শাহীন
চিত্রনাট্য: শিহাব শাহীন
অভিনয়শিল্পী: আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপু, শহীদ্দুজামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, মনোজ প্রামাণিক, এ কে আজাদ সেতু, রাজীব সালেহীন প্রমুখ
ধরন: ড্রামা, অ্যাকশন, রোমান্স
ভাষা: বাংলা
মুক্তি: ৩১ মার্চ ২০২৫

‘মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়’–নাট্যকার মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের এই সংলাপ জনজীবনে বহুলভাবে চর্চিত। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত রায়হান রাফীর ‘তান্ডব’...
সিনেমা হল না থাকায় এবারের ঈদুল আজহায় টাঙ্গাইলের কালিহাতীতে শাকিব খান অভিনীত ‘তান্ডব’ দেখার বিকল্প ব্যবস্থা করা হয়েছিল। স্থানীয় একটি অডিটোরিয়ামে সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থা করেন জাজ মাল্টিমিডিয়ার...
ঈদুল আজহার ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে কেউ ছুটছেন সিনেমা হলে। আবার কেউ আত্মীয়স্বজন নিয়ে ঘুরছেন পার্ক কিংবা পর্যটন কেন্দ্রে। তবে ঈদ আনন্দ উদযাপনে কোনো কোনো জায়গায় বাধা হয়ে দাঁড়িয়েছে...
ক’দিন ধরেই হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন চিত্রনায়িকা তানিন সুবহা। এদিকে, তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। ঘনিষ্ঠজনরা বলছেন চিকিকৎসকেরা তাঁকে ‘ক্লিনিকালি মৃত’ ঘোষণা করেছে, তবে আনুষ্ঠানিকভাবে এখনও...
পটুয়াখালীর সদর উপজেলার চারাবুনিয়া গ্রামে দাদি কুলসুম বিবি (১০৫) ও সৎ মা সহিদা বেগমকে (৫০) দা দিয়ে জবাই করে হত্যা করেছে মো. আল আমিন (২৫) নামের এক যুবক। শুক্রবার দুপুর ১টার দিকে সদর উপজেলার...
সাভারের চামড়া শিল্পনগরী চালু হয়েছে ৮ বছর আগে। কিন্তু এখনো সেখানে গড়ে ওঠেনি কোনো চিকিৎসাকেন্দ্র কিংবা শ্রমিকদের জন্য আবাসন সুবিধা। ফলে দুর্ঘটনা বা অসুস্থতার সময় শ্রমিকদের ছুটতে হয় দূরের সাভার বা...
ময়মনসিংহের গৌরীপুরে মো. হুমায়ন কবীর (২১) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার সহনাটি গ্রামে এই হত্যাকাণ্ড হয়। 
জুলাই সনদ ও নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন করা মানে বিএনপির কাছে আত্মসমর্পণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আজ শুক্রবার লন্ডনে বিএনপির...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.