সেকশন

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

যে পরিমাণ হুমকি পেয়েছি, কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি: বাঁধন

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৮:০০ পিএম

কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২৮ জুন) দিবাগত রাতে সামাজিকমাধ্যমে বিষয়টি ভাইরাল হলে নেটদুনিয়ায় প্রতিবাদের ঝড় উঠে। দোষীদের বিচারের দাবিতে প্রতিবাদ জানান শোবিজ তারকাদের অনেকে। এমন আবহে মুখ খুলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধনও। নারী নির্যাতন ও শ্লীলতাহানির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি। এমনকি অভিনেত্রী নিজে যখন সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, কিন্তু কোনো প্রতিকার পাচ্ছেন না—সে বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

রোববার (২৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে জাতীয় পতাকার ছবি শেয়ার করে বাঁধন লিখেছেন, ‌‘‘আমি কি এই দেশে নিরাপদ? উত্তর সহজ: না। একদম না। দেশে প্রতিদিন মেয়ে ও নারী নির্যাতন, হয়রানি, হুমকি, অন্যায়ের শিকার হয়। আর আমরা কী করি? আমরা এটা সহ্য করি। আমরা পাল্টা লড়াই করি। এবং কিছু... তারা বেঁচে নেই। এই হিংস্রতার জন্য কেউ কেউ প্রাণ হারায়। তখনই—মৃত্যুর পর, অথবা নির্মম অন্যায়ের পর—মানুষ কি হঠাৎ করে ‌‘চিন্তাধারা হয়ে ওঠে?’’’

যোগ করে লেখেন, ‘সেখানে বিক্ষোভ আছে। হ্যাশট্যাগ আছে। অতঃপর তা বিলীন হয়ে যায়। এবং আমরা এগিয়ে যাই। এটাই বাস্তব যা আমরা বহু বছর ধরে মেনে নিয়েছি। এটা নতুন না।’

বাঁধন নিজেও বারবার সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, এমনকি হুমকি পাচ্ছেন—এমনটা উল্লেখ করে ওই পোস্টে তিনি বলেন, ‘এবার আমার কথা বলি। অনলাইনে যে পরিমাণ হুমকি পেয়েছি। ঘৃণাত্মক বক্তব্য, গুন্ডামি, হয়রানি—কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি? না। কারণ, এই দেশে অনেক মানুষ বিশ্বাস করে যে আমি এটা প্রাপ্য। আমাকে খুন না করা হলে তারা মনে করে আমাকে হয়রানি করা ঠিক আছে। আমাকে অপমান করার জন্য। আমাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করে।’

সবশেষে এই অভিনেত্রী বলেন, ‘সিস্টেমের উপর আমার অনেক দিন বিশ্বাস ছিল না। জুলাই বিপ্লবের পর আমি নিজেকে আশা করতে দিয়েছিলাম। আমি কিন্তু ভুল ছিলাম। এই ধরনের দুর্নীতিগ্রস্ত, পিতৃতুল্য দেশে আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। এটাই সত্যি কথা। এটাই বাস্তব। এবং আমাদের এটা মানতে বাধ্য করা হচ্ছে।’

প্রসঙ্গত, কুমিল্লার মুরাদনগরের সেই ঘটনায় ভুক্তভোগী ওই নারীর মামলার প্রেক্ষিতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত ফজর আলীকে রোববার (২৯ জুন) ভোর পাঁচটার দিকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কুমিল্লার পুলিশ সুপারের কার্যালয়।

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রগতিশীল শিল্পীদের সংগঠন ‘দৃশ্যমাধ্যম সমাজ’। এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন : জুলাই...
‘তাণ্ডব’ বনাম ‘উৎসব’— এবারের ঈদে ঢাকাই সিনেমায় আলোচনার কেন্দ্রে এই দুই ছবি। ‘তাণ্ডব’ সিনেমায় ছিলেন সুপারস্টার শাকিব খান, আর ‘উৎসব’-এ অন্যতম মুখ...
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের আজকের দিনে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। কিন্তু তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার লাখও শিক্ষার্থীর এই দাবি নিয়ে ছলাকলা শুরু করে। ক্রমশ...
শাকিব খান ও আজমেরী হক বাঁধন—দুজনেরই ছবি মুক্তি পেয়েছে ঈদে। বাঁধনের ‘এশা মার্ডার’ ও শাকিবের ‘তাণ্ডব’—দুই ছবি নিয়েই চলছে আলোচনা। তবে স্বাভাবিকভাবেই কিং খানের ছবি ঘিরেই প্রতিক্রিয়া বেশি। এবার তেমনই...
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসান খান শাহেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আগামীকাল সোমবার বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি...
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.