সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
Independent Television
 

কান উৎসবে গাজা গণহত্যার নিন্দা বিশ্ব তারকাদের

আপডেট : ১৪ মে ২০২৫, ১২:৪২ পিএম

ফ্রান্সের সমুদ্রপাড়ে কান শহরে গতকাল ১৩ মে পর্দা উঠেছে বিশ্বের মর্যাদাকর কান চলচ্চিত্র উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানের প্রাক্কালে গাজায় চলমান ইসরাইলি গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন বিশ্ব চলচ্চিত্রের ৩৫০ জনেরও বেশি অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

‌‘গাজায় গণহত্যা চলাকালীন আমরা চুপ করে থাকতে পারি না’—বেশ ক’জন ফিলিস্তিনিপন্থীর উদ্যোগে এই চিঠি প্রকাশ করেছে ফরাসি সংবাদপত্র ‘লিবারেশন’ ও মার্কিন ম্যাগাজিন ‘ভ্যারাইটি’।

স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন মার্ক রাফালো, গাই পিয়ার্স, রাল্ফ ফিয়েনেস, মেলিসা বারেরা, ইয়োরগোস ল্যান্থিমোস, জাভিয়ের বারডেম, হান্না আইনবিন্ডার, পেড্রো আলমোদোভার, ডেভিড ক্রোনেনবার্গ, আলফোনসো কুয়ারন, মাইক লেই, অ্যালেক্স গিবনি, ভিগো মরটেনসেন, সিনথিয়া নিক্সন, রুবেন অস্টলুন্ডসহ আরও অনেকে।

চিঠিতে তাঁরা ইসরায়েলি বিমান হামলায় গাজার ফটোসাংবাদিক ফাতিমা হাসৌনার মৃত্যুর নিন্দা জানিয়েছেন। এ ছাড়া বৃহস্পতিবার (১৫ মে) উৎসবে ইরানি নির্মাতা সেপিদেহ ফারসি পরিচালিত ‘পুট ইওর সোল অন ইওর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ নামের একটি তথ্যচিত্র প্রদর্শিত হবে, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন এই ফটোসাংবাদিক।

সিনেমাকে ‌‘সামাজিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ কাজের একটি প্রজনন ক্ষেত্র’ উল্লেখ করে ইতিহাস থেকে শিক্ষা নিতে, প্রতিশ্রুতিবদ্ধ চলচ্চিত্র নির্মাণ এবং নিপীড়িত কণ্ঠস্বর রক্ষা করার আহ্বান জানান তারকারা।

চিঠিতে সবশেষে বলা হয়, ‘ফাতমার জন্য, যারা হেলায় মৃত্যুবরণ করেছে তাদের সকলের জন্য। সিনেমার কর্তব্য তাদের বার্তা বহন করা, আমাদের সমাজকে প্রতিফলিত করা। অনেক দেরি হওয়ার আগেই আসুন আমরা পদক্ষেপ নিই।’

এদিকে, আয়োজকরা জানান, কান চলচ্চিত্র উৎসবের এবারের জুরি প্রধান জনপ্রিয় ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ চিঠিতে স্বাক্ষর করেছেন। তবে তাঁর মুখপাত্র এএফপিকে বলেছেন, তিনি এটি সমর্থন করেননি এবং ফ্রান্সের সংবাদমাধ্যম লিবারেশন তাঁর নাম প্রকাশ করেনি।

প্রসঙ্গত, ৭৮তম কান চলচ্চিত্র উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। এবারের উৎসবে লালগালিচা, ক্যামেরার ঝলকানি আর গ্ল্যামার ছাপিয়ে আলোচনায় থাকছে রাজনীতি, সামাজিক আন্দোলন, যুদ্ধ আর নারীর কণ্ঠস্বর।

ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে প্রথম দিকে মাতামাতি থাকলেও ঈদের পরপরই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে তানিম নূরের ‘উৎসব’। মুক্তির তিন সপ্তাহ পার হলেও দর্শকের ভিড় কমছে না, বরং...
তুমুল জনপ্রিয় ‘তারে জামিন পার’ সিনেমার সিক্যুয়েল সিতারে জামিন পার। এতে আমির খানের সঙ্গে জুটি বেঁধেছেন জেনেলিয়া ডি সুজা। এছাড়া এ সিনেমায় দশজন বিশেষ চাহিদা সম্পন্ন অভিনেতা-অভিনেত্রীও অভিনয় করেছেন।...
‘স্পাইডার ম্যান’খ্যাত মার্কিন অভিনেতা জ্যাক বেটস মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।...
সম্প্রতি রাজধানীর একটি মাল্টিপ্লেক্সে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে অতিথি হিসেবে বিভিন্ন গণমাধ্যমের বিনোদন সাংবাদিকরা আমন্ত্রিত ছিলেন। তবে প্রদর্শনীতে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.