৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে যখন দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছিল, সেই অস্থিতিশীল সময়ে ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’ নির্মাণ করেন আসিফ চৌধুরী। এবার সেটি মুক্তির পালা।
সিরিজটির একটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ‘বুক পকেটের গল্প’খ্যাত মীর রাব্বি। শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে বুধবার (৭ মে) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘৫ আগস্টের পর সবকিছুই যখন একটু অন্যরকম ছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির কথাই যদি বলি—আপনারা বোধহয় ট্রেলারে দেখেছেন আমার, পার্থর, সেন্টুর ও হাসনাতের চেহারা কী রকম, তো এ রকম চেহারার চারজন মানুষ, হাতে পিস্তল এবং একটা মাইক্রোবাসে করে ঘুরছি, রাতের বেলা শুট করছি—সেটা একেবারে নিরাপদ একটা পরিবেশ ছিল না। অনেক ধরনের অভিজ্ঞতার মধ্যে পড়েছি, যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে।’
যোগ করে বলেন, ‘মোদ্দা কথা হলো, এই যে আমরা এতকিছু পার করে ফ্যাঁকড়া নিয়ে হাজির হয়েছি, একটা প্রোডাকশন, এত মানুষের শ্রম, যে সময়ের মধ্যদিয়ে যাওয়া, যেভাবে শুটিং করা—এসবের কিছুই প্রাসঙ্গিক হবে না, যদি মানুষের কাছে না পৌঁছায়; আমাদের পরিশ্রম বা কাজ বলি, যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সেই প্রত্যাশা রইল।’
শ্যামল মাওলা বলেন, ‘আসিফ (আসিফ চৌধুরী) ভাইয়ের সঙ্গে এর আগে আমার ছোট্ট একটি কাজ হয়েছিল। তখনই ডিরেক্টর হিসেবে তাকে ভালো লাগে। তারপর ভালো বন্ধুত্ব এরপর সহযোদ্ধা। জুলাই বিপ্লবের পর চারদিকে যখন অস্থিরতা শুরু তখন আমরা শুটিং করছিলাম। চারদিকে যখন বন্যা তখনও শুটিং করেছি। দেশের জন্য যখন ডাকাত পাহারা দিতে হয়েছে তখন শুট করে ডাকাত পাহারা দিয়ে আবার শুটে গেছি। এরকম পরিস্থিতি ছিল।’
সংবাদ সম্মেলনে ফ্যাঁকড়া’র ট্রেলার প্রদর্শিত হয়। আজ ৮ মে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজটি।
গল্পে দেখা যাবে, একদল যুবক তাদের প্রিয়জনকে বাঁচাতে একটি ডাকাতির পরকিল্পনা করে, কিন্তু সেই পরকিল্পনা শেষ হয় এক অপ্রত্যাশিত মৃত্যুর মাধ্যমে। নিহত নারীর স্বামী শুরু করনে অপরাধীদের খুঁজে বের করার এক নির্মম অভিযান। অন্যদিকে, অপরাধীরা ছুটতে থাকে তাদের এক সদস্যকে বাঁচানোর চেষ্টায়। প্রতিটি পদক্ষেপে জড়িয়ে পড়ে আরও বিপদে, বিভ্রান্তি আর দুর্বলতায়।
নির্মাতা আসিফ চৌধুরী বলেন, ‘আমাদের ফ্যাঁকড়া সিরিজ শুধু একটি থ্রিলার নয়, এটি এক যন্ত্রণাময় ও মানবিক গল্প, যেখানে আছে ভালোবাসা, আত্মত্যাগ, প্রতিশোধ ও অপরাধ জগতের গল্প।’
নিদ্রা দে নেহা বলেন, ‘ওয়েব সিরিজটির গল্প অসাধারণ। এখানে আমার নাম গোলাপী। বলা যায়, এই নামটি শুনেই সিরিজটিতে অভিনয়ের জন্য রাজি হয়েছি। প্রেমের জন্য অপরাধ এবং ভুলের পরণতি, সেখানে কতগুলো মানুষ জড়িয়ে পড়ে, সেই গল্প পর্দায় দেখাবেন নির্মাতা। অবশেষে সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে ভেবে ভালোই লাগছে। চেষ্টা করেছি গোলাপী চরিত্রটি ফুটিয়ে তুলতে। কতটুকু পেরেছি, দর্শক তা ভালো বলতে পারবেন।’
এ সিরিজের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নিশাত প্রিয়ম, সারা আলম, পার্থ শেখ, আবদুল্লাহ আল সেন্টু, হাসনাত রিপন, এ কে আজাদ সেতু প্রমুখ। প্রযোজনা করেছে ওয়াটার লিলি পিকচারস। সহযোগিতায় রয়েছে মেকারবক্স ফিল্মস।