সেকশন

বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ক্ষমা চাইলেন শামীম হাসান সরকার ও প্রিয়াঙ্কা প্রিয়া

আপডেট : ১৬ মে ২০২৫, ০৭:০৯ পিএম

ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার মধ্যে ঘটে যাওয়া এক তিক্ত অভিজ্ঞতা অবশেষে মীমাংসা হয়েছে অভিনয়শিল্পী সংঘের সালিশি বৈঠকে। বৃহস্পতিবার (১৫ মে) সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বৈঠক, যেখানে দুজনেই উপস্থিত ছিলেন। সালিশে অভিযোগ শোনার পর দু’পক্ষই নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। পরে তারা ভিডিও বার্তায়ও ক্ষমা চেয়ে জানান, ভবিষ্যতে এমন কিছু আর ঘটবে না।

প্রসঙ্গত, অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর, গালিগালাজ, ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া।

‘আমি যা করেছি, তার জন্য লজ্জিত’ — শামীম
ঘটনার বিষয়ে শামীম হাসান সরকার বলেন, ‘কিছুদিন আগে প্রিয়াঙ্কা প্রিয়ার সঙ্গে একটা খারাপ অভিজ্ঞতা হয়েছে। আমি তাকে বকা দিয়েছিলাম, খারাপ ভাষা ব্যবহার করেছিলাম। এরপর তার সঙ্গে দেখা করে আমি দুঃখ প্রকাশ করেছি। আমি সত্যিই লজ্জিত। এটা আমার করা ঠিক হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা শিল্পী সংঘে বসেছি, ভাইয়া-আপুদের সঙ্গে কথা বলেছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে এমন কোনো আচরণ আর হবে না। আমি নিজেকে বদলে ফেলতে চাই। যদি অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকি, তবে সবাই আমাকে ক্ষমা করবেন।’

শামীমকে সতর্ক করেছে শিল্পী সংঘ
অভিনয়শিল্পী সংঘের নিয়মিত সদস্য শামীম হাসান সরকার। সংগঠনের পক্ষ থেকে তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের পুনরাবৃত্তি হলে সদস্যপদ বাতিলের কথাও জানানো হয়। শামীম বলেন, “সংঘ থেকে আমাকে সতর্ক করা হয়েছে। আমিও কথা দিয়েছি, এটা আর হবে না।”

‘আমারও ভুল ছিল’ — প্রিয়াঙ্কা প্রিয়া
প্রিয়াঙ্কা প্রিয়াও সালিশে অনুতপ্ত মনোভাব প্রকাশ করে বলেন, ‘শুটিং সেটে শামীম ভাইয়ের সঙ্গে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। শট দিতে গিয়ে আমার ভুল হয়, উনি রেগে যান, গালিগালাজ করেন। তবে উনি এসব রাগের মাথায় করেছেন, এটা উনি স্বীকার করেছেন।’

তিনি আরও বলেন, ‘ঘটনাটি আমি সরাসরি শিল্পী সংঘে না জানিয়ে সংবাদ সম্মেলন করে ফেলি, এটা আমার ভুল ছিল। আমি যেহেতু নতুন, তাই ঠিক বোঝে উঠতে পারিনি। এজন্য আমি দুঃখিত।’

‘ধর্ষণের অভিযোগ সত্য নয়’ — প্রিয়াঙ্কা
প্রাথমিকভাবে প্রিয়াঙ্কা প্রিয়া শামীম হাসান সরকারের বিরুদ্ধে গালিগালাজ, মারধর ও ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন। তবে পরবর্তীতে তিনি নিজেই স্বীকার করেন, কিছু অভিযোগ সত্য নয়। তিনি বলেন, ‘ধর্ষণের ব্যাপারটি একেবারে ভুল তথ্য। উনি আমাকে স্পর্শ করেননি বা এ ধরনের কিছু করেননি। আমি রাগের মাথায় যেটা বলেছিলাম, সেটা ঠিক হয়নি।’

অভিনয়শিল্পী সংঘ জানায়, এই ঘটনায় তারা মর্মাহত। সংঘ মনে করে, ব্যক্তিগত মনোমালিন্য দ্রুত সমাধান না হলে সেটি শিল্পমাধ্যমের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। সংঘের বিবৃতিতে বলা হয়, ‘এই ঘটনার পরিপ্রেক্ষিতে উভয়পক্ষই অনুতপ্ত। তাদের ভুল স্বীকার এবং দুঃখ প্রকাশ শিল্পীসমাজে দায়বদ্ধতার দৃষ্টান্ত।’

২০২০ সালে মুক্তিপ্রাপ্ত এ সিরিজের গল্প আবর্তিত হয় একজন ইঞ্জিনিয়ার অভিষেক ত্রিপাঠীকে (জিতেন্দ্র কুমার) ঘিরে, যিনি কোথাও চাকরি না পেয়ে ফুলেরা গ্রামে পঞ্চায়েত সচিব হিসেবে যোগ দেন। সেখানকার সরল...
‘স্পাইডার ম্যান’খ্যাত মার্কিন অভিনেতা জ্যাক বেটস মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।...
বেশ ক’জন অভিনেতা-অভিনেত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেই তালিকায় মৌসুমী, রেজাউল করিম (বাপ্পারাজ), নুসরাত ফারিয়া, সাবিলা নূর, নুসরাত ইমরোজ তিশা, শবনম পারভীন ও আহমেদ...
মা হয়েছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। থাইল্যান্ডের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। নাম রেখেছেন মরিয়াম সর্বজয়া শানু আজাদ। শুরুতে দেশের হাসপাতালের অধীনে চিকিৎসা নিলেও নরমাল...
প্রায় দুই বছর ধরে সার্টিফিকেশন (সেন্সর) বোর্ডে আটকে ছিল কামার আহমাদ সাইমনের ছবি ‘অন্যদিন…’। বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে প্রশংসা ও পুরস্কার—সব পেলেও বিগত সময়ে দেশে মুক্তির অনুমতিই দেওয়া হয়নি...
ইরানের বিচার এক বিবৃতিতে বলেছে, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল নামের তিন ব্যক্তি হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে দেশটির ভেতরে সরঞ্জাম ঢোকানোর চেষ্টা চালিয়েছিলেন। জায়নবাদী শাসককে (ইসরায়েল) সহযোগিতা করার...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.