সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

সন্তান স্কুল থেকে ফিরলে আপনি কী করেন? সত্যি করে বলুন তো

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পিএম

সন্তান স্কুল থেকে ফিরেছে, দরজা খুলে ঘরে ঢুকেছে মাত্র। আপনি বললেন, ‘আজ ক্লাস কেমন হলো?’ কিংবা ‘কুইজ কেমন দিয়েছ? অথবা ‘হোমওয়ার্ক ঠিকমতো হয়েছে কিনা’ এসব প্রশ্ন আমরা প্রতিদিনই করি, একেবারে স্বাভাবিকভাবে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, এই প্রশ্নগুলো ওদের মনের ওপর প্রভাব ফেলছে কিনা?

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক প্যারেন্টিং বিশেষজ্ঞ বলছেন, ‘স্কুল থেকে সন্তান বাড়ি ফিরলেই একগাদা প্রশ্ন করবেন না। এগুলো তাকে আরও চাপ অনুভব করায়। বরং হালকা কথা দিয়ে আলাপ শুরু করা উচিত।’ সন্তানদের প্রথমেই জিজ্ঞেস করতে পারেন, ‘বন্ধুদের সঙ্গে কেমন মজা করেছ?’ বা ‘কার টিফিন আজকে বেশি মজা ছিল?’

এই প্রশ্নের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। ক্লাসে ভালো করা বা খারাপ করা নিয়ে কোনো পারফরম্যান্সের চাপ নেই। বরং এতে রয়েছে একটুখানি যত্ন আর মনোযোগ। এমন প্রশ্ন শুনে সন্তানরাও স্বস্তি পায়। ভাবে, মা-বাবা শুধু রেজাল্ট বা নাম্বার দেখেন না, আমাকেও দেখেন। আমার মনের কথাও বুঝতে চান।

বর্তমানে কিশোর-কিশোরীদের মধ্যে দুশ্চিন্তা বেড়েছে অনেক। স্কুল, কোচিং, পরীক্ষা, প্রতিযোগিতা, সবকিছুর ভার যেন ওদের কাঁধেই। তার ওপর বাবা-মার চাপ, সবচেয়ে ভালো হতে হবে, নাম্বারে পেছনে থাকা যাবে না। এসব মিলিয়ে তারা প্রায়ই মানসিক চাপে ভোগে। এই চাপ কিন্তু অনেক সময়ই আসে পরিবারের ভিতর থেকেই, অজান্তে।

এই বিশেষজ্ঞ বলছেন, সন্তান যদি বুঝতে পারে, তার ব্যর্থতা হলেও মা-বাবা পাশে থাকবেন। তখনই সে নিজের ভয়-দুশ্চিন্তার কথাও খোলাখুলি বলতে পারবে। জানাবে পরীক্ষায় খারাপ হয়েছে, মন খারাপ। তখনই গড়ে উঠবে পারস্পরিক বিশ্বাস। সন্তান জানবে, মা-বাবা শুধু সফল সন্তান নয়, একজন মানুষ হিসেবেও তাকে ভালোবাসেন।

আমাদের দেশের পরিবারগুলোর একাডেমিক সাফল্যের পেছনে দৌড়টা যেন একটু বেশিই। বাবা-মা নিজেরাও চাপে থাকেন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু একটু ভালোবাসা, একটু বোঝাপড়া, সময়মতো বলা ছোট্ট এক প্রশ্ন, সবকিছু বদলে দিতে পারে।

তাই আজ থেকে একটু বদলে ফেলুন অভ্যাস। স্কুল থেকে ফিরে আসা সন্তানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করুন, ‘আজ টিফিনে কী খেয়েছিলে?’ হয়তো সেদিন দুপুরে তার পছন্দের খাবার ছিল না। হয়তো ছিল নতুন কোনো গল্প। কিন্তু আপনি শুনতে চাচ্ছেন, এটুকুই ওর কাছে বড় স্বস্তির। সন্তানের পাশে থাকুন, প্রশ্ন দিয়ে নয়, ভালোবাসা দিয়ে।

তথ্যসূত্র: টাইমস নাউ

‘ক্লিন বয় অ্যাসথেটিক’ মূলত এমন একটি ফ্যাশন স্টাইল ও লাইফস্টাইল চর্চা। যেখানে মুখে থাকে স্নিগ্ধতা, পোশাকে সরলতা, আর চালচলনে থাকে শান্ত আত্মবিশ্বাস। প্যাস্টেল রঙের টি-শার্ট, সাদা স্নিকার্স,...
আয়নায় মুখের দিকে তাকালেই চোখে পড়ে কিছু কালচে দাগ। ব্রণের দাগ হতে পারে, হতে পারে রোদের পোড়া দাগ কিংবা বয়সের ছাপ। রোদে-বৃষ্টিতে নাজেহাল ত্বকে এই দাগ যেন এক অজানা ক্লান্তির ছাপও হয়ে দাঁড়িয়েছে।চাইলে...
এক খুদে মেয়ে তার মাকে ‘নানিকে সম্মান করার’ পরামর্শ দিচ্ছে। অসাধারণ ভঙ্গি, বড়দের মতো কথা। আমাদের মন ভরে যায়। হাজার হাজার লাইক, শেয়ার, কমেন্ট। মুহুর্তেই সে বনে যাচ্ছে তারকা। প্রতিদিনই আমাদের ফিডে...
বেশিভাগ কুকুরই তার মালিকের ভক্ত হয়। কিন্তু কিছু জাত আছে, যারা একটু বেশি। মানে একটু বেশি অনুভব করতে পারে। একটু বেশি আঁকড়ে ধরে। তারা শব্দ, আচরণ, মনোভাব—সবকিছুতে সাড়া দেয়। এমন ১০টি সংবেদনশীল কুকুরের...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ফ্রাঙ্কফুর্টে গতকাল ইউরোপা লিগের ম্যাচটা শেষ হতেই তাই যেন বুক ভরে অক্সিজেন নেওয়ার সুযোগ হলো পস্তেকগলুর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্রয়ের পর ফ্রাঙ্কফুর্টে গিয়ে গতকাল যে ৪৩...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া আহ্বান, বকেয়া অর্থ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়, এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.