দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বিকেলে গণভবনে এ বৈঠক হয়।
প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন সরকারপ্রধান।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে টানা কয়েকদিন ধরে ব্যাপক সহিংসতা হয়। এ পরিস্থিতিতে শুক্রবার মধ্যরাত থেকে দেশজুড়ে কারফিউ ঘোষণা করে সরকার।
সাধারণ জনগণের নিরাপত্তায় মাঠে নামানো হয় সশস্ত্র বাহিনীর সদস্যদের।