ভারতে যদি বাংলাদেশের কেউ অবৈধভাবে থেকে থাকে তাদের পুশ ইন না করে কূটনৈতিক চ্যানেল মেইনটেইন করে পাঠানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শনিবার সুন্দরবনে বিজিবির ‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আমার কথা হয়েছে। ভারত সরকারকে চিঠিও দেওয়া হয়েছে। আমরা তাদের অনুরোধ করেছি, পুশ-ইনের পরিবর্তে যেন বাংলাদেশিদের যথাযথ কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো হয়।’
উপদেষ্টা আরও বলেন, ‘আমরা ভারতের পুশ-ইনকে কোনো উসকানি হিসেবে দেখছি না। একইসঙ্গে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ক্ষেত্রেও আমরা প্রপার চ্যানেল ব্যবহার করেই ফেরত পাঠানোর নীতিতে অটল আছি।’