সেকশন

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
Independent Television
 

হ্যাকিংয়ের শিকার এটিএন্ডটি, ১১ কোটি গ্রাহকের তথ্য চুরি

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৮:২১ পিএম

যুক্তরাষ্ট্রের মোবাইল অপারেটর প্রতিষ্ঠান এটিএন্ডটি বড় ধরনের হ্যাকিং-এর শিকার হয়েছে। গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটি জানিয়েছে হ্যাকিংয়ের কারণে প্রায় ১০৯ মিলিয়ন গ্রাহক অ্যাকাউন্টের কল ও টেক্সট মেসেজ সম্পর্কিত রেকর্ড চুরি হয়ে গেছে। তবে কল ও টেক্সট মেসেজ এর কন্টেন্ট সুরক্ষিত আছে বলে জানিয়েছি তারা।

এটিএন্ডটি-এর মতো প্রতিষ্ঠানের এতো বড় ‘ডেটা ব্রিচ’ হওয়ার ঘটনাটিকে গুরুত্বের সাথে নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এবং জড়িত সন্দেহে অন্তত একজন ব্যক্তিকে আটকও করেছে।

হ্যাকিংয়ের মাধ্যমে হ্যাকার এটিএন্ডটি-এর ওয়ার্কস্পেস থেকে প্রতিষ্ঠানটির কল লগ একটি থার্ড-পার্টি ক্লাউড প্ল্যাটফর্মে কপি করে নেয়। এই সাইবার অ্যাটাকের বিষয়টি প্রথম এটিএন্ডটি-এর নজরে আসে গত এপ্রিলের ১৯ তারিখে, যখন হ্যাকারের পক্ষ থেকে বেআইনিভাবে ডেটা অ্যাকসেস ও চুরি করার বিষয়টি দাবী করা হয়।

অবৈধভাবে ডাউনলোড করে নেয়া ডেটার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটির সেলুলার ও ল্যান্ডলাইন সার্ভিসের প্রায় সকল কাস্টমারের ২০২২ সালের মে থেকে অক্টোবর পর্যন্ত সময়ের কল ও টেক্সট মেসেজ রেকর্ড। অর্থাৎ, এই ছয় মাসে এটিএন্ডটি-এর কাস্টমাররা কাকে কল করেছে এবং কাকে টেক্সট মেসেজ পাঠিয়েছে- এই সম্পর্কিত যাবতীয় তথ্য চুরি করে নিয়েছে হ্যাকার। তবে এই কলগুলোর কথোপকথনের রেকর্ড এবং টেক্সট মেসেজের যাবতীয় কন্টেন্ট সুরক্ষিত রয়েছে।

এছাড়া ২০২৩ সালের ২ জানুয়ারি তারিখের কিছু কাস্টমারের একই ধরনের ডেটাও চুরি হয়েছে বলে জানিয়েছে এটিএন্ডটি। 

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বড় ধরনের হ্যাকিং-এর ঘটনায় গ্রাহক তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে কর্তৃপক্ষের জন্য। গত ফেব্রুয়ারিতে ইউনাইটেডহেলথ গ্রুপের চেঞ্জ হেলথকেয়ার ইউনিটে র‍্যান্সমওয়্যার অ্যাটাকের (সাইবার আক্রমণ) ঘটনায় দেশটির এক-তৃতীয়াংশে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার ঝুঁকির মধ্যে পড়ে। 

গত এক দশকে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বড় সাইবার হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ২০১৮ সালে ম্যারিয়ট হোটেল ডেটা ব্রিচ, ২০১৪ সালের ইয়াহু অ্যাটাক এবং ২০১৩ সালের অ্যাডব সাইবার অ্যাটাক। 

তবে শুধু যুক্তরাষ্ট্রেই নয়, সাইবার অ্যাটাক বিশ্বজুড়েই উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক সময়ে। এতে করে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা যেমন হুমকির মুখে পড়েছে তেমনি দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টি নিয়েও বড় ধরণের উদ্বেগ তৈরি হয়েছে। 

প্রযুক্তির উৎকর্ষতায় আমরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু প্রযুক্তির নিয়ন্ত্রিত ও নিয়মতান্ত্রিক ব্যবহার যে কতটা জরুরি সেটাই যেন আমাদেরকে মনে করিয়ে দিয়ে যায় সাইবার হামলার মতো ঘটনাগুলো।

তথ্যসূত্র: রয়টার্স, সিএসআইএস

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই। উদাহরণস্বরূপ, বলা যায় এক্সের কথা। এক সময় যাকে বলা হতো টুইটার। এর ব্যবহারকারীর সংখ্যা ৬০ কোটির বেশি। প্রায় প্রতিটি দেশে এর ব্যবহারকারী...
আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও অ্যাপল যে এ বছর একটি আলট্রা-স্লিম (অতি পাতলা) আইফোন নিয়ে আসছে এ ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছে অ্যাপলের পণ্যের বিশ্বস্ত সূত্রগুলো। প্রযুক্তি বিশ্লেষকরাও তেমনটাই ইঙ্গিত করছেন।...
স্মার্টফোনের বাজারে ২০২৫ সাল যেন হতে চলেছে আলট্রা-থিন বা অতি পাতলা ফোনের বছর। স্যামসাং ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে যে, বছরের দ্বিতীয় কোয়ার্টারেই (এপ্রিল-জুন) তাঁরা নিয়ে আসছে গ্যালাক্সি এস২৫ এজ...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মতো বিষয়ে চীনের শীর্ষ কয়েকটি বিশ্ববিদ্যালয় স্নাতক পর্যায়ে ভর্তি সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। ‘জাতীয় কৌশলগত চাহিদা’-কে প্রাধান্য দিয়ে এআই’র মতো বিষয়ে আরও দক্ষ...
১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক বর্বরোচিত কালো অধ্যায়। ইতিহাসের সেই বর্বরোচিত কালোক্ষণ স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জামালখান মোড়ে ডা. খাস্তগীর স্কুলের সামনে বোধন আবৃত্তি পরিষদ...
চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে নগরীর চটেশ্বরী সড়কে এই মিছিল হয়। 
স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন...
সৌদি আরবের রাজধানী রিয়াদে হারামাইন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাহাতী কমিউনিটি সেন্টারে এই...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.