সেকশন

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
Independent Television
 

আইফোন ১৭ এয়ার সম্পর্কে জানা গেল নতুন তথ্য

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১১:০২ পিএম

আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও অ্যাপল যে এ বছর একটি আলট্রা-স্লিম (অতি পাতলা) আইফোন নিয়ে আসছে এ ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছে অ্যাপলের পণ্যের বিশ্বস্ত সূত্রগুলো। প্রযুক্তি বিশ্লেষকরাও তেমনটাই ইঙ্গিত করছেন। সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গারম্যান সম্প্রতি আইফোন ১৭ এয়ারের দাম ও ফিচার সম্পর্কে গুরুত্বপূর্ণ সব তথ্য প্রদান করেছেন। এমন নয় যে, তথ্যগুলো নিয়ে ইতোপূর্বে আলোচনা হয়নি। তবে গারম্যানের বয়ানে বেরিয়ে আসা তথ্যের আলাদা গুরুত্ব আছে বৈকি!

ব্লুমবার্গে প্রকাশিত নিজের পাওয়ার অন নিউজলেটারে মার্ক গারম্যান ধারণা দিয়েছেন কেমন হতে যাচ্ছে অ্যাপলের আলট্রা-থিন আইফোন ১৭ এয়ার। আলট্রা-থিন বা অতি পাতলা ডিজাইনের কারণে অনেকেই ভাবছেন যে, এয়ার মডেলটির ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপের সাথে আপোষ করতে বাধ্য হবে আপল। কেননা স্লিম ডিজাইনের কারণে চাইলেও বড় আকারের ব্যাটারি দিতে পারবে না মার্কিন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

কিন্তু গারম্যান জানাচ্ছেন, আইফোন ১৭ এয়ার মডেলে অন্যান্য আইফোন মডেলগুলোর সমপরিমাণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। অ্যাপল কীভাবে এটা করবে সে ব্যাপারে অবশ্য কিছু জানাননি তিনি। তবে সম্প্রতি ‘আইস ইউনিভার্স’ নামের একটি সূত্রের বরাতে জানা যায় যে, উচ্চ ব্যাটারি সক্ষমতা নিশ্চিত করতে অ্যাপল এয়ার মডেলটিতে ব্যবহার করতে পারে ‘হাই-ডেনসিটি ব্যাটারি সেল’ (উচ্চ ঘনত্বের ব্যাটারি সেল)। 

যারা ভাবছেন আইফোন ১৭ এয়ার ফোনটির দাম অনেক বেশি হতে যাচ্ছে, তাঁদের জন্য সুখবর দিচ্ছেন গারম্যান। তিনি বলছেন, আমেরিকার বাজারে এয়ার মডেলটির দাম শুরু হতে পারে ৮৯৯ ডলার থেকে। অর্থাৎ, দামের দিক থেকে আইফোন ১৬ সিরিজের প্লাস মডেলটির সমান হতে যাচ্ছে ১৭ এয়ার। সে হিসেবে ১৭ সিরিজের বেজ মডেলের পর সবচেয়ে স্বল্পমূল্যের আইফোন হতে পারে ১৭ এয়ার ডিভাইসটি।

আইফোন ১৬ সিরিজের মডেলগুলোর মতোই ১৭ এয়ার মডেলেও দেখা যাবে ক্যামেরা কনট্রোল বাটন, এমনটাই জানাচ্ছেন গারম্যান। আরও একটি দিকে ১৬ সিরিজের সাথে এয়ার মডেলটির মিল থাকতে পারে বলে গারম্যান ধারণা করছেন। ১৬ সিরিজের মডেলগুলোতে স্ক্রিনের চারপাশে বেজেল যতটা পুরু, ঠিক একই বেজেল দেখা যেতে পারে ১৭ সিরিজের এয়ার মডেলটিতেও।

মার্ক গারম্যান আরও বলছেন, আইফোন ১৭ এয়ার ফোনে থাকতে পারে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৬-ইঞ্চি ডিসপ্লে, ডায়নামিক আইল্যান্ড, সিঙ্গেল লেন্সের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ও এ১৯ চিপ। আইফোন ১৭ সিরিজের প্রো ও প্রো ম্যাক্স মডেল দুটি’তে অবশ্য এ১৯ প্রো চিপ থাকবে বলে জানিয়েছেন গারম্যান।

আইফোন ১৭ এয়ার হতে যাচ্ছে প্রথম পোর্ট-ফ্রি আইফোন?
আইফোন ১৭ এয়ার সম্পর্কে বাজারে প্রচলিত একটি গুজব হচ্ছে যে, এটি হতে যাচ্ছে প্রথম পোর্ট-ফ্রি আইফোন। অর্থাৎ এই ফোনটিতে থাকবে না কোনো পোর্ট, এমনকি ইউএসবি-সি চার্জিং পোর্টও থাকবে না। কিন্তু এ সম্পর্কে গারম্যান কী বলছেন?

গারম্যান বলছেন, প্রাথমিকভাবে অ্যাপলের পরিকল্পনা ছিল ১৭ এয়ার মডেলকে পোর্ট-ফ্রি ডিভাইস হিসেবে তৈরি করা। কিন্তু পরবর্তীতে এই পরিকল্পনা থেকে সরে আসে তাঁরা। পোর্ট-ফ্রি আইফোন ইউরোপিয়ান ইউনিয়নের আইনের পরিপন্থী হতে পারে, এমনটা ভেবেই ইউএসবি-সি পোর্ট রাখার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। 

উল্লেখ্য, কয়েক মাস আগেই ইউরোপে লাইটনিং পোর্ট থেকে ইউএসবি-সি পোর্টে ফিরে আসতে বাধ্য হয়েছে অ্যাপল। এয়ার মডেলটি নিয়েও ভবিষ্যতে এমন কোনো আইনগত জটিলতার সম্মুখীন হতে পারে, এমন সম্ভাবনার কথা বিবেচনা করেই এয়ার মডেলটিকে পোর্ট-ফ্রি করছে না তাঁরা। তবে গারম্যান বলছেন, ভবিষ্যতে কোনো এক সময় বাজারে আসতে পারে পোর্ট-ফ্রি আইফোন।

আইফোন ১৭ সিরিজ উন্মোচিত হওয়ার কথা আগামী সেপ্টেম্বরে। তবে ১৭ সিরিজ নিয়ে এখনও পর্যন্ত তেমন কোনো তথ্যই আনুষ্ঠানিকভাবে জানায়নি অ্যাপল।

তথ্যসূত্র: টেকরাডার

শীর্ষ এআই চ্যাটবট চ্যাটজিপিটি’র প্রতিদ্বন্দ্বী হিসেবে এবার আলাদা একটি এআই অ্যাপ নিয়ে এসেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। গতকাল মঙ্গলবার মেটা’র লামাকন ইভেন্টে স্বতন্ত্র এই অ্যাপটি উন্মোচন করেছে মার্ক...
বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানে আরও এক ধাপ এগোলো মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক। আজ মঙ্গলবার স্টারলিংকের স্থানীয় প্রতিষ্ঠান স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশকে নন জিওষ্টেশনারি...
দেশের বাজারে নতুন বাজেট ফোন এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। গ্যালাক্সি এ০৬ ফোনটি পাওয়া যাবে তিনটি ভিন্ন ভিন্ন রঙে। আর ফোনটির দাম শুরু ১৩ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে...
দেশের বাজারে সাইবার সুরক্ষায় ক্যাসপারস্কি নিয়ে এল তাঁদের প্রিমিয়াম সেবা। রবি আজিয়াটা পিএলসি, ক্যাসপারস্কি ও আইসিটি ডিস্ট্রিবিউশনের যৌথ সহযোগিতায় আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে...
ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মানুষের জন্য আর্থিক অনুদান দিয়েছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অনুদানের মাধ্যমে সংগৃহীত ফান্ড বুধবার সকালে মালয়েশিয়ান কনসুলেটিভ কাউন্সিল অব...
গণপিটুনিতে নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকেও বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের হামলায় জড়িত...
চলতি মাসের ২৯ দিনে বৈধপথে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার। গতবছরের একই সময়ের চেয়ে ৩৬ দশমিক ৬ ভাগ বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 
প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ও জম্মু-কাশ্মীর সীমান্তে বিনা উসকানিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে ভারত। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে হটলাইনে আলাপের সময় ভারতের পক্ষ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.