ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডেল বন্ধ হয়ে গেছে ভারতে। আজ রোববার সকাল থেকে এসব হ্যান্ডেল খোলা যাচ্ছে না। ভারতীয় ব্যবহারকারীরা হ্যান্ডেলে ঢুকলে লেখা দেখাচ্ছে, ‘কিছু আইনি দাবির প্রেক্ষিতে ভারতে এই অ্যাকাউন্টটি বন্ধ রাখা হয়েছে। তবে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বলছে, এতে তাদের কোনো ‘হাত নেই’।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, রয়টার্স ছাড়াও ভারতে বন্ধ রয়েছে চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমস এবং তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক্স অ্যাকাউন্ট। ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মুখপাত্র রোববার বিবৃতি দিয়ে বলেছেন, ‘সংবাদ সংস্থা রয়টার্সকে আটকানোর কোনো বাধ্যবাধকতা নেই ভারত সরকারের। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি এবং এক্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি।’
উল্লেখ্য, ভারতে রয়টার্স, গ্লোবাল টাইমস বা টিআরটি ওয়ার্ল্ডের মূল ওয়েবসাইটগুলো বন্ধ হয়নি। ওয়েবসাইট খুলে তাদের খবর পড়া যাচ্ছে। বন্ধ হয়েছে শুধু এক্স হ্যান্ডেল। ভারতের বহু মানুষ ওই সমস্ত হ্যান্ডেল অনুসরণ করে থাকেন।
কিছু দিন আগে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে ভারত থেকে একাধিক পাকিস্তানি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। এখনও সেই অ্যাকাউন্টগুলো বন্ধই রয়েছে। একই ভাবে ভারতের অনেক অ্যাকাউন্টও বন্ধ করে রেখেছে পাকিস্তান। কিন্তু ব্রিটেনের সঙ্গে ভারতের কোনো সংঘাত নেই। ফলে রয়টার্সের অ্যাকাউন্ট বন্ধ করার নেপথ্যে তেমন কোনো কারণ দেখতে পাচ্ছেন না বিশেষজ্ঞেরা।
তবে পাকিস্তানের সঙ্গে সংঘাত চলাকালীন তুরস্ক তাদের সমর্থন করেছিল। ভারতের বিমানবন্দরগুলোতে তুরস্কের সংস্থা সেলেবির অনুমতি বাতিল করে দেওয়া হয়েছিল। ‘অপারেশন সিঁদুর’-এর সময়ে চীনও পাকিস্তানকে সাহায্য করেছে বলে জানিয়েছে নয়াদিল্লি। এই দুই দেশের সংবাদমাধ্যমও বন্ধ রয়েছে। যদিও কেন্দ্র জানিয়েছে, তারা এই পদক্ষেপ গ্রহণ করেনি।
তবে সরকারি একটি সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট বলছে, গত ৭ মে রয়টার্সের এক্স হ্যান্ডেল বন্ধ করে দেওয়ার নির্দেশনা ছিল ভারত সরকারের কাছ থেকে। ভুলে সেটি আজ আজ করা হয়ে থাকতে পারে। এটি রয়টার্সের পক্ষ থেকে ভুল হতে পারে বলে তাদের ধারণা। এ ব্যাপারে রয়টার্স কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।