সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ভারতে বন্ধ রয়টার্সের এক্স হ্যান্ডেল, কারণ কী?

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৬:১৯ পিএম

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডেল বন্ধ হয়ে গেছে ভারতে। আজ রোববার সকাল থেকে এসব হ্যান্ডেল খোলা যাচ্ছে না। ভারতীয় ব্যবহারকারীরা হ্যান্ডেলে ঢুকলে লেখা দেখাচ্ছে, ‘কিছু আইনি দাবির প্রেক্ষিতে ভারতে এই অ্যাকাউন্টটি বন্ধ রাখা হয়েছে। তবে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বলছে, এতে তাদের কোনো ‘হাত নেই’। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, রয়টার্স ছাড়াও ভারতে বন্ধ রয়েছে চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমস এবং তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক্স অ্যাকাউন্ট। ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মুখপাত্র রোববার বিবৃতি দিয়ে বলেছেন, ‘সংবাদ সংস্থা রয়টার্সকে আটকানোর কোনো বাধ্যবাধকতা নেই ভারত সরকারের। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি এবং এক্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি।’

উল্লেখ্য, ভারতে রয়টার্স, গ্লোবাল টাইমস বা টিআরটি ওয়ার্ল্ডের মূল ওয়েবসাইটগুলো বন্ধ হয়নি। ওয়েবসাইট খুলে তাদের খবর পড়া যাচ্ছে। বন্ধ হয়েছে শুধু এক্স হ্যান্ডেল। ভারতের বহু মানুষ ওই সমস্ত হ্যান্ডেল অনুসরণ করে থাকেন।

কিছু দিন আগে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে ভারত থেকে একাধিক পাকিস্তানি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। এখনও সেই অ্যাকাউন্টগুলো বন্ধই রয়েছে। একই ভাবে ভারতের অনেক অ্যাকাউন্টও বন্ধ করে রেখেছে পাকিস্তান। কিন্তু ব্রিটেনের সঙ্গে ভারতের কোনো সংঘাত নেই। ফলে রয়টার্সের অ্যাকাউন্ট বন্ধ করার নেপথ্যে তেমন কোনো কারণ দেখতে পাচ্ছেন না বিশেষজ্ঞেরা। 

তবে পাকিস্তানের সঙ্গে সংঘাত চলাকালীন তুরস্ক তাদের সমর্থন করেছিল। ভারতের বিমানবন্দরগুলোতে তুরস্কের সংস্থা সেলেবির অনুমতি বাতিল করে দেওয়া হয়েছিল। ‘অপারেশন সিঁদুর’-এর সময়ে চীনও পাকিস্তানকে সাহায্য করেছে বলে জানিয়েছে নয়াদিল্লি। এই দুই দেশের সংবাদমাধ্যমও বন্ধ রয়েছে। যদিও কেন্দ্র জানিয়েছে, তারা এই পদক্ষেপ গ্রহণ করেনি।

তবে সরকারি একটি সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট বলছে, গত ৭ মে রয়টার্সের এক্স হ্যান্ডেল বন্ধ করে দেওয়ার নির্দেশনা ছিল ভারত সরকারের কাছ থেকে। ভুলে সেটি আজ আজ করা হয়ে থাকতে পারে। এটি রয়টার্সের পক্ষ থেকে ভুল হতে পারে বলে তাদের ধারণা। এ ব্যাপারে রয়টার্স কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার তদন্ত ব্যুরোর (এএআইবি) প্রাথমিক প্রতিবেদনের পর বোয়িংয়ের উড়োজাহাজে ব্যবহৃত ফুয়েল সুইচ লক বাধ্যতামূলক পরীক্ষা করার নির্দেশ দিয়েছে দেশটির বেসামরিক বিমান...
বোয়িংয়ের উড়োজাহাজে ব্যবহৃত ফুয়েল সুইচ লক নিরাপদ বলে দাবি করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও বোয়িং। একটি নথি এবং বিষয়টি সম্পর্কে জানা চারটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা...
মিয়ানমারে ভারতের বিদ্রোহী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম-ইনডিপেনডেন্টের (উলফা-আই) ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর হামলার অভিযোগ উঠেছে। আজ রোববার মিয়ানমারে অবস্থিত পূর্বাঞ্চলীয় সদরদপ্তরে চালানো...
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় প্রাথমিক তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসেনি বলে মন্তব্য করেছেন এভিয়েশন বিশেষজ্ঞ এহসান খালিদ। তিনি বলেন, ২টি ইঞ্জিন কীভাবে বিকল হয়েছে, তা...
নিবন্ধন প্রত্যাশী ১৪৪টি দলের আবেদনেই ত্রুটি-বিচ্যুতি রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব কে এম আলী নেওয়াজ। ধাপে ধাপে সব দলকেই চিঠি দেওয়া হবে। আজ চিঠি দেওয়া হয়েছে ৬২টি দলকে। এসব দলকে গ্যাপ...
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশে অনেক সংকট থাকার পরও ড. ইউনূস সরকারকে আমরা সবাই সমর্থন জানিয়েছি। কেন না এই সরকার শেখ হাসিনার সরকারের মতো বিদেশে অর্থ পাচার করবে না।...
মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের’ চেয়ারম্যান খায়রুল বাশারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.