হত্যা, নাশকতাসহ তিন মামলায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমানসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক আব্দুন নুরের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে আত্মসমর্পণ করে আদালত জামিন মঞ্জুর করেন তাঁরা। আদলত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন- সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফয়েজুল ইসলাম ফয়েজ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও সিংগাইর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
মানিকগঞ্জ আদালতের ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, গত ৪ আগস্ট সিঙ্গাইর ধল্লা পুলিশ ফাঁড়ি পুড়ানোর মামলা ও ২০১৪ সালে সিঙ্গাইর উপজেলা গোবিন্দল গ্রামে পুলিশের গুলিতে চারজন হত্যার ঘটনায় পৃথক ৩টি মামলায় আসামিদের নাম রয়েছে।