সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
Independent Television
 

সিলেটে ফের বন্যার আশঙ্কা, তলিয়েছে সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৩:০০ পিএম

গত কয়েকদিনে ভারী বৃষ্টি ও  উজানের ঢলে সিলেট অঞ্চলের নদ-নদীর পানি বেড়ে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিতে কিছু কিছু নিচু এলাকা প্লাবিত হতে পারে। এদিকে শক্তিয়ারখলা এলাকায় দেড় কিলোমিটার সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ আছে সুনামগঞ্জ-তাহিরপুর যান চলাচল।

প্রথম দফার বন্যার রেশ কাটার আগেই আবারও পানি ওঠার শঙ্কায় সুনামগঞ্জের নিচু এলাকার মানুষ। গত দুদিনের ভারী বৃষ্টিতে বেড়েছ সুরমা ও জাদুকাটা নদীর পানি। এতে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের দেড় কিলোমিটার অংশ তলিয়ে যাওয়ায় বন্ধ আছে সরাসরি যান চলাচল। নৌকা দিয়ে চলছে পারাপার। ভোগান্তিতে দুই উপজেলার লক্ষাধিক মানুষ।

বন্যা পূর্ভাবাস ও সতর্কীরকরণ কেন্দ্রে তথ্যমতে জুলাই এর প্রথম সপ্তাহে সিলেট ও মেঘালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিলো। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জে গত দুদিন ধরে টানা বৃষ্টিপাত ও চেরাপুঞ্জিতে ভারী বর্ষণের ফলে সুনামগঞ্জের সুরমা নদীসহ সকল নদী পানি বৃদ্ধি পাচ্ছে। সোমবার বেলা ১২ টা পর্যন্ত সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ১৩ সেমি উপরে বইছিলো। এবং সুরমা নদীর ছাতক পয়েন্টে ৩৩ সেমি,জাদুকাটা নদী ৬৫ সেমি উপরে প্রবাহিত হচ্ছিলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় চেরাপুঞ্জিতে ৩১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে জেলার সীমান্ত নদী দিয়ে ঢলের পানি আসছে। প্লবিত হতে শুরু করেছে নিন্মাঞ্চল। পর্যটন এলাকা তাহিরপুর- সুনামগঞ্জ সড়কের সড়ক আবারো তলিয়ে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রী ও এলাকাবাসীর চলাচলে ব্যবহার করতে হচ্ছে ফেরি নৌকা।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তাতে সুনামগঞ্জে নদীর পানি বৃদ্ধি পাবে। একইসঙ্গে নিম্নাঞ্চল বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে অবনতি হতে পারে।

এতে করে আবারো বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জবাসী। দেখা দিয়েছে চরম দুর্ভোগ। সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামের করিম আহমদ বলেন, ‘গত সপ্তাহের বন্যার পানি ওই আমার বাড়ির আঙ্গিনায় আছিলো। আজকে আবার ঘরের কাছাকাছি চলে আসছে। আমরা বড় বেকায়দায় পরে গেছি।’

পাহাড়ি ঢলের ফলে জেলার বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের।

পানি বৃদ্ধি ও বন্যা পরিস্থিতি বিষয়ে পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, আগামী ৪৮ ঘন্টা চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এই সময়ে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। তিনি সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার ভোর ৬টা থেকে ৩ ঘণ্টায় জেলায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাসে ফের বন্যার শঙ্কায় নগরবাসী। 

মৌলভীবাজারে রোববার রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে বাড়ছে নদনদীর পানি। ভারি বৃষ্টির সাথে উজানের ঢলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন দুর্গতরা। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় ২ লাখের বেশি মানুষ এখনও বন্যা কবলিত।

নিয়মিত ওয়ার্ড ক্লাস না হওয়ায় দ্রুত হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে টানা অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা।...
সিলেটের চৌহাট্টায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে নগরীর চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আব্দুল হাই (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে এ হত্যাকাণ্ড হয়। নিহত ব্যক্তি ঘটনাস্থলের...
ভারী বৃষ্টির শঙ্কায় সুনামগঞ্জের হাওর এলাকায় আগাম বন্যার শঙ্কা দেখা দিয়েছে। দ্রুত ধান কাটার জন্য আহ্বান জানিয়েছে প্রশাসনও। জেলার ছোট-বড় ১৩৭টি হাওরে বোরো নিয়ে দুশ্চিন্তা বেড়েছে কৃষকের।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চীন সফরে যেসব পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে সেসব এগিয়ে নিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের...
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের...
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
ভারত বাংলাদেশে রেল সংযোগ উদ্যোগের প্রায় পাঁচ হাজার কোটি রুপির তহবিল এবং অন্যান্য নির্মাণ-সম্পর্কিত কাজ স্থগিত করেছে। চলমান রাজনৈতিক অস্থিরতা এবং শ্রম সুরক্ষার কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.