ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের পারিশ্রমিক চাওয়া নিয়ে ইতোমধ্যেই নানা আলোচনা চলছে শোবিজে। খবর—১ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন তিনি। এই সম্মানী চাচ্ছেন ‘প্রিয়তমা’ সিনেমা হিট হওয়ার পর থেকেই। এ কারণে নির্মাতা বদিউল আলম খোকনের ‘নীল দরিয়া’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পরও শুটিংয়ের জন্য সময় দেননি এই চিত্রনায়ক।
নির্মাতা খোকন অভিযোগ করে জানিয়েছেন, ‘নীল দরিয়া’র শুটিং শুরুর কথা ছিল গেল ২০ জুলাই। এটার জন্য পারিশ্রমিক দেয়া হয় ৪০ লাখ টাকা। কিন্তু ‘প্রিয়তমা’ হিট হওয়ার পরই নিজের পারিশ্রমিক বাড়িয়ে দেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক। এই হিসাবে তিনি নির্মাতার কাছে আরও ৬০ লাখ টাকা দাবি করেন।
তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ছবিটির প্রযোজক নাসরিন হেলালী। জানালেন ভিন্ন কথা। তাঁর মতে, পারিশ্রমিক বাড়ানোর বিষয় নয়; উল্টো তারাই ছবিটি থেকে পিছিয়ে এসেছেন।
এই প্রযোজক বলেন, ‘‘প্রিয়তমা’র পরই আমার প্রতিষ্ঠানের ছবিটিতে কাজ করার কথা ছিল শাকিব খানের। আমি বলব, ‘নীল দরিয়া’ নামটি আমার মোটেই পছন্দ হয়নি। এটা পুরানো ধাঁচের। টেকনোলজিও একটু পুরানো। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে, ‘নীল দরিয়া’ চলচ্চিত্রটি না করাই ভালো। আমাদের দেশের সন্তান (শাকিব খান) তাকে নিয়ে আমরা ব্যবসাসফল ছবি বানাবো। দর্শক যেরকম চায়, ঠিক সেরকমই আধুনিকতার ছোঁয়া থাকবে পুরো চলচ্চিত্রটিতে। তাই এ প্রজেক্ট স্থগিত করা হয়েছে।’’
তার মন্তব্যে উঠে আসে পরিচালক বদিউল আলমের সঙ্গে তার বিপরীত ভাবনার বিষয়টিও। নাসরিন বলেন, ‘আমি বুঝতে পারছি না বদিউল আলম খোকন ভাই কেন এত সব কথা বলতে গেলেন? তিনি যা বলেছেন একান্তই তাঁর মনগড়া কথা। সুপারস্টার শাকিব খানকে যে টাকাটা দিয়েছিলাম, পুরোটাই ফেরত দিয়েছেন। বরং আমরা তার সিডিউল নষ্ট করেছিলাম।’
এদিকে প্রযোজক না বললেও চলচ্চিত্র পাড়ায় চাউর হয়েছে শাকিব খানের নতুন পারিশ্রমিকটি নিয়ে। অনেকেই জানিয়েছেন এখন তিনি ১ কোটি টাকা সম্মানীই দাবি করছেন। এর পক্ষে-বিপক্ষে কথাও হচ্ছে।
বিষয়টি নিয়ে কথা বলেছেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলও। তার কথায়, ‘আমি ১ কোটি না, ৫ কোটি দেব; উনি যদি আমাকে ১০ কোটি টাকা লাভ এনে দিতে পারেন। আমি তো টাকার পেছনে দৌড়াইনি, ছবির পেছনে দৌড়াইছি। বাংলাদেশের কোনো প্রযোজক বা পরিচালক ১ কোটি টাকা দিয়ে এখন শিল্পী নেবে না। কারণ দেশের এখনও চলচ্চিত্রের সেই বাজার তৈরি হয়নি। সেই বাজার তৈরি হলে তারপর ১-২ কোটি টাকা দিয়ে শিল্পীদের নেবে প্রযোজকরা।’